বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউবার 'বং গাই' কিরণ দত্ত। মঙ্গলবার তাঁর জন্মদিন। উইকিপিডিয়া অনুসারে ৩০ বছরে পা দিলেন অভিনেতা। তাঁর এই বিশেষ দিনে ভালোবাসা মাখা আদুরে বার্তা দিলেন প্রেমিকা অন্তরা নয়না রায় মজুমদার। স্যোশাল মিডিয়ায় অবশ্য অন্তরা ‘আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’ নামেই বেশি পরিচিত।
আরও পড়ুন: বাংলার সীমানা ছাড়িয়ে বলিউডে পা দিলেন সন্দীপ্তা! কোন মেগায় দেখা যাবে তাঁকে?
কিরণের জন্মদিনে কী লিখলেন অন্তরা?
অন্তরা তাঁদের নানা মুহূর্তের বেশ কিছু ছবি অনুরাগীদের সঙ্গে ইনস্টাগ্রামে ভাগ করে নেন। সেখানে একটি ছবিতে তাঁদের কফির কাপ হাতে, একে অপরের দিকে হাসি মুখে চেয়ে বসে থাকতে দেখা যায়। আর একটি ছবিতে বিমানে বসে কিরণকে অ্যানিমেটেট ছবি দেখতে দেখা যায়। তারপরে ছবিতে ঝর্নায় গা ভিজিয়ে উল্লাস করতে দেখা যায় ইউটিউবারকে। অন্তরার পোষ্যদের সঙ্গেও কিরণের একটি ছবি ভাগ করে নেন তিনি। শেষ ছবিতে বলা ভালো মিরর সেলফিতে কিরণের গালে অন্তরাকে চুমু এঁকে দিতে দেখা যায়।
ছবিগুলি পোস্ট করে কিরণ অন্তরা লেখেন, ‘Happiest birthday to the brightest star to the most amazing person in the universe.. @yourbongguy নিজের জীবনকে খুশি শুধু নিজেরাই করতে পারি আমরা.. তবুও অন্যের ওপর চাপিয়ে রাখি সেই খুশি রাখার ভার! আজ থেকে দু’জনে নিজেদের খুশি নিয়ে সবার আগে ভাববো .. এটাই অঙ্গীকার..। তবে তুমি যে নিজেই অন্যের খুশিতে সুখী হওয়া মানুষ.. তাই আরও চাই এই পৃথিবীর সব সুখ সব আনন্দ তোমার জীবনে আসুক.. তুমি সুস্থ থাকো এবং নিজের পছন্দের কাজে থাকো সবসময় এই প্রার্থনা করি.. এ ভাবেই ভালোবাসা ছড়িয়ে থাকুক আমাদের জীবন গলির আনাচে কানাচে .. তুমি প্রস্ফুটিত হও.. মেঘ জমাই বৃষ্টি ঝরাই রোদ্দুর মাখাই আমি এই ভালোবাসার গাছে..।’
আরও পড়ুন: ভিডিয়ো কলে মহিলার সঙ্গে যৌনতা! জনপ্রিয় নায়কের গোপন ভিডিয়ো ফাঁস
তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁদের অনুরাগীরা তাঁদের ভালোবাসায় ভরে দিয়েছে। অনেকেই কিরণে তাঁর জন্মদিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ছোট পর্দার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়ও কমেন্ট করে লিখেছেন, ‘ভগবান তোমাদের দু’জনকেই আশীর্বাদে ভরিয়ে দিন। শুভ জন্মদিন বংগাই।'
প্রসঙ্গত, একসঙ্গে বিদেশ ভ্রমণ থেকে পারিবারিক পুজোয়, সবেতেই একসঙ্গে কিরণ-অন্তরা। কিন্তু প্রেমের শুরুর দিনগুলো মোটেই এমন ছিল না। বরং কিরণকে নিজের বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় করিয়ে দিতেও দ্বিধাগ্রস্ত ছিলেন অন্তরা। ঘুরিয়ে বলতেন, ‘পিসতুতো ভাই’।