এই মুহূর্তে টলিউডের সব থেকে চর্চিত জুটি হল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের জুটি। কাঞ্চন মল্লিককে বিয়ে করার সময় বহু উপহাসের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে, যদিও সেই সবকিছু পাত্তা না দিয়ে আজ তিনি কাঞ্চনের সুখী ঘরণী এবং এক কন্যা সন্তানের মা।
কৃষ্ণকলি ধারাবাহিকের হাত ধরে অভিনয় জীবন শুরু করেছিলেন কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। তবে বিয়ে এবং তারপরেই সন্তান হওয়ায় আপাতত তিনি নিজেকে সরিয়ে রেখেছেন কাজের জগত থেকে। টুকটাক কাজ করলেও সেই ভাবে তিনি এখনও পুরোদমে শুরু করেননি কাজ।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
কয়েকদিন আগেই ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে সুযোগ পেয়েও সেই সুযোগ ফিরিয়ে দেন অভিনেত্রী। ৪ সন্তানের মা হওয়ার চরিত্র করছে তিনি নারাজ ছিলেন, ফলে সেই চরিত্রে কাজ করতে মানা করে দেন তিনি। যে সময় দাঁড়িয়ে অন্যান্য সহকর্মীরা নিজেদের প্রতিষ্ঠিত করে তুলছেন সেখানে তিনি এখন নিতান্তই একজন গৃহবধূ।
তবে নিজের জীবনের প্রত্যেক সিদ্ধান্ত নিজে নেওয়ার ফলে কোনও কিছু নিয়েই ক্ষোভ নেই শ্রীময়ীর মনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের জীবনের সব থেকে বড় প্রাপ্তি নিয়ে কথা বলেন তিনি। মেয়ের সঙ্গে বেশ কয়েকটি সেলফি পোস্ট করে তিনি ব্যক্ত করেন নিজের জীবনের প্রাপ্তির কথা।
শ্রীময়ী লেখেন, ‘আমি জানি না জীবনে আমি কি অর্জন করেছি, অথবা আমি কি অর্জন করতে পারব, তবে আমি মনে করি আমার জীবনের সবথেকে বড় অর্জন হল আমার মেয়ে কৃষভি। আমি জানি না মাতৃত্বের থেকে বড় সুখ পৃথিবীতে আর কিছু আছে কিনা।’
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
প্রসঙ্গত, গতবছর ২ নভেম্বর মেয়েকে জন্ম দেন শ্রীময়ী চট্টরাজ। কিছুদিন আগেই ধুমধাম করে পালিত হয় মেয়ের অন্নপ্রাশন। টকটকে লাল শাড়ি পরে ছোট্ট কৃষভিকে যেন পুতুলের মতো দেখতে লাগছিল। এরই মধ্যে বাবা-মার সঙ্গে কখনও পাহাড়, কখনও সমুদ্র ঘুরে ফেলেছে ছোট্ট খুদে। এই মুহূর্তে টলিউডের এক নম্বর তারকা সন্তান হল ছোট্ট কাঞ্চনকন্যা।