ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ঘোষণার পর থেকেই রয়েছে খবরে। কখনো রণবীর কাপুর, কখনো আয়ুষ্মান খুরানাদের নাম এসেছিল সামনে। তবে শেষমেশ জানা গিয়েছে যে, মহারাজের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। জানা গিয়েছে যে, ছবির শ্যুটিংয়ের সময় নানা ধরনের চ্যালেঞ্জ আসতে চলেছে, তাই ছবির শুটিং কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
রাজকুমার রাও নিজেও সৌরভ চরিত্রের জন্য প্রস্তুতি নিতে কিছুটা সময় চেয়ে নিয়েছেন। যাতে পর্দায় ‘দাদা’কে ফুঁটিয়ে তুলতে পারেন নিখুঁত ভাবে। এই বছরই শুটিং শুরু হওয়ার কথা ছিল, তবে রাজকুমার রাও জানিয়েছেন যে এই বায়োপিকের শুটিং আগামী বছর শুরু হবে। সিনেমার নাম কী হবে, তাও ঠিক হয়নি এখনও বলেই খবর।
২০২৬ সালের শুরুতেই এই ছবির শুটিং শুরু হবে। চিত্রনাট্য নিখুঁত করতে এবং রাজকুমার রাও যাকে চরিত্রটির জন্য প্রস্তুত হতে পারেন ঠিকভাবে, তাই এই দেরি। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে সম্প্রতি রাজকুমার বলেন, ‘দাদার জীবনকে নতুন করে সাজাতে সবাই অনেক যত্ন নিচ্ছে। আমরা ছবিটির শুটিং পরের বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছি কারণ আমাদের প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। দেশের অন্যতম আইকনিক রিয়েল লাইফ হিরোর চরিত্রে অভিনয় করা অনেক বড় দায়িত্ব।’
রাজকুমার আরও বলেন, ‘যদিও আমি ক্রিকেট খেলতে জানি, কিন্তু একজন বাঁ হাতি ব্যাটসম্যানের ভূমিকায় অভিনয় করা নিজের জন্যও একটা বড় চ্যালেঞ্জ। তাই প্রস্তুতির জন্য সময় চেয়েছিলাম।’
‘দাদার সঙ্গে দেখা করছেন না কেন?’ রাজকুমার রাও জানিয়েছেন, দাদার (সৌরভ গঙ্গোপাধ্যায়) সঙ্গে তিনি এখনও ইচ্ছাকৃতভাবে দেখা করেননি। তারা প্রস্তুতির মোডে গেলে তিনি তাঁর সঙ্গে দেখা করতে চান। এখন দেখার সৌরভ ও রাজকুমার মুখোমুখি এলে, বিশেষ কোনো টিপস আসে কি না!