আচমকাই বিতর্কে ছোট পর্দার দুই পরিচিত ও অতি জনপ্রিয় মুখ। যাদের নিয়ে রীতিমতো মাতামাতি চলে সোশ্যাল মিডিয়ায়। মহিলা ভক্তদের সংখ্যা বেশ লম্বা। তবে এবার এই দুই নায়কের চরিত্র নিয়ে উঠছে বড় বড় প্রশ্ন! এক নায়কের তো ভিডিয়ো কলের ‘কথা’ কী আর বলব! তাঁর সেই কয়েক মিনিটের ভিডিয়ো ঘিরে বিরাট উত্তেজনা তৈরি হয়েছে। ভিডিয়োয় সেই নায়ককে কোনও এক অজ্ঞাত পরিচয় মহিলার সঙ্গে ভিডিয়ো কলে যৌন ক্রিয়াকলাপ করতে দেখা গিয়েছে। এবার সেটা Ai, নাকি বাস্তবেই ঘটেছে, তা খতিয়ে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা। নায়কের ভক্তকূল অবশ্য তাঁদের প্রিয় মানুষের হয়ে গলা উঠিয়ে দাবি করছেন সবটাই ফেক। আর নায়ক? তিনি বন্ধ রেখেছেন মোবাইল।
তবে এই নায়ক একা নন, বরং ছোট পর্দায় বিগত এক বছর ধরে হ্যান্ডসাম ‘ডাক্তার’ হিসেবে অভিনয় করা নায়কের সোশ্যাল মিডিয়ায় আবার শেয়ার করা হয়েছে তাঁর নগ্ন ছবি। অনেক খতিয়ে দেখে, নেটপাড়ার দাবি এটা AI-এর কারসাজি হতেই পারে না। আর আশ্চর্য হল, যদি কেউ হ্যাক করে সেরকমটা ঘটিয়ে থাকে, তাহলে কেন প্রতিবাদ করছেন না এই নায়ক? কেন ছুঠছেন না সাইবার সেলের কাছে?
এই যে নগ্ন ছবি শেয়ার করা নায়ক, তিনি আবার গত বছর চুপিচুপি আইনি বিয়ে করেন। বউ নামি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এমনকী, যেই প্রোফাইল থেকে সেই বিতর্কিত ছবিটি এসেছে, সেখানে আছেন নায়কের স্ত্রীও। ফলত, নেটপাড়ার চোখ গোলগোল। এসব কী হচ্ছে আজকাল? বেশি ‘আনন্দ-ই’ কাল হচ্ছে না তো?
এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আপনারা, কোন দুই অভিনেতার কথা হচ্ছে। আর না বুঝে থাকলে, বারবার পড়ুন, হিন্টস আছে আপনাদের চোখের সামনেই। শুধু মাথাটা আরেকটু বেশি খাটালেই হয়ে যাবে।