জমি কিনেছেন কদিন আগেই। আর তারপরেই বড় একটা কাজ করে ফেললেন অভিনেতা সায়ক চক্রবর্তী। বাধা পড়লেন সাত পাকে। তসর রঙের পাঞ্জাবি, মাথায় টোপর। শুভ পরিণয়ের ছবি শেয়ার করতে না করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাবছেন সায়কের পাত্রী কে? আর কেউ নন, ছোটপর্দার জনপ্রিয় মুখ 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' খ্যাত অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়। অয়ন্যাকেও দেখা গেল বাঙালি কনের সাজে। গায়ে বেনারসি, সঙ্গে সোনার গয়না। মাথায় টোপর। বর ও কনেকে মানিয়েছে বেশ। যদিও বয়সের পার্থক্য অনেকটাই। এবার প্রশ্ন উঠতে পারে, এই বিয়ে কি আসল? নাকি কোনো শ্যুটেরই অংশ।
নিঃসন্দেহে কোনো শ্যুট বা প্রোমোশনের কারণেই বিয়েটা হয়েছে সায়ক-অয়ন্যার। তবে এখনই তা খোলসা করতে রাজি নন অভিনেতা। সায়ক-অয়ন্যার ‘বিয়ে’তে দেখা গেল গায়িকা তথা ইউটিউবার দেবলীনাকেও। তবে আপাতত শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া সায়ক ও অয়ন্যাকে। এর আগে সোমবার সকালে গায়ে হলুদের ছবি শেয়ার করে নিয়েছিলেন সায়ক। তবে সায়ক-অয়ন্যার বিয়েতে তাঁর বন্ধুরা থাকলেও, দেখা গেল না পরিবারকে। বলে রাখা ভালো, কদিন আগে ইউটিউবার প্রেরণা এভাবেই সৈকতের সঙ্গে বিয়ের ফোটো দিয়ে ‘বোকা বানিয়েছিল’ নেটিজেনদের।
বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ সায়ক। যদিও মাঝে বেশ কিছুবছর ছোট পর্দায় তাঁকে দেখা যায়নি। করোনা লকডাউন চলাকালীন শুরু করেন ভ্লগিং। এখন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বড় ব্র্যান্ডের প্রোমোশন করেন নিত্য। সঙ্গে দুটো ধারাবাহিকের সঙ্গেও যুক্ত রয়েছেন। তুই আমার হিরো ও চিরসখা ধারাবাহিকের সঙ্গে যুক্ত। কদিন আগে আবার তুই আমার হিরো-তে করেছিলেন পালিয়ে গিয়ে বিয়ে। তখনও বেশ চমকে দিয়েছিলেন সায়ক সকলকে।
ছোটবেলা বেশ অভাবের মধ্যে কাটিয়েছেন অভিনেতা। নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে সায়ক ও তাঁর সাংবাদিক দাদাকে বড় করেছে তাঁদের মা। তবে এখন মায়ের ছোট থেকে বড়, যে কোনো ইচ্ছে পূরণ করতে বদ্ধপরিকর অভিনেতা। মায়ের জন্য বাড়িও বানাচ্ছেন। বাইপাসের ধারে পিয়ারলেস হাসপাতালের পাশে কিনে ফেলেছেন জমি। রেজিস্ট্রেশন করিয়েছেন মায়ের নামে। প্ল্যান পাশ হলেই, বাড়ি তৈরির কাজ শুরু হবে।