ছোট পর্দার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তী নিজের জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান সকলকে। দাদা বৌদির বিবাহ বিচ্ছেদ হোক অথবা নিজের জমি কেনার স্বপ্ন পূরণ, সবকিছুই তিনি ভাগ করে নেন সকলের সঙ্গে। তবে এবার তিনি যে পোস্ট করলেন, সেটা দেখে মন খারাপ হয়ে যায় সায়কের অনুরাগীদের।
১২ জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন সায়ক। ক্যাপশনে লেখেন, ‘জীবনে হঠাৎ নেমে আসলো কঠিন অসুখ।’ এই ক্যাপশন দেখেই ভয় পেয়ে যান অভিনেতার অনুরাগীরা। কী হল অভিনেতার? এমন পোস্ট কেন হঠাৎ তিনি করলেন?
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি কিয়ারা, উপস্থিত গোটা পরিবার, শুভ সময় কি আসন্ন?
আরও পড়ুন: ৪ বছরেই রুটি বানিয়ে তাক লাগল ঈশান, গর্বিত নুসরত লিখলেন, ‘ছেলে মায়ের জন্য…’
ভিডিয়োয় সায়ক বলেন, ‘আমার স্পন্ডেলাইটিসের যন্ত্রণা মাঝে মাঝেই আমাকে কষ্ট দেয়। যদিও সব সময় নয়, কিন্তু মাঝে মাঝেই আমি কষ্ট পাই। কিন্তু এবারে ব্যথা খুব বেড়ে গেছে। বিছানা থেকে মাথা তুলতে পারছি না। দাঁড়িয়ে থাকলে কিছু হচ্ছে না কিন্তু বসে থাকলে বা শুয়ে থাকলেই মাথা ঘুরছে।’
সায়ক বলেন, ‘শুধু মাথা ঘুরছে বললে ভুল বলা হবে, এত সময় মনে হচ্ছে গোটা পৃথিবীটাই হচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে। কাজও করতে পারছি না। এখনও পর্যন্ত একটা ভিডিয়ো পোস্ট করতে পারিনি। তবে এই বেল্ট পরে আমার কিছুটা আরাম লাগছে।’
ভিডিয়ো চলাকালীন অভিনেতা আরও জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন তিনি। যদিও এই একটাই সমস্যা নয়, থাইরয়েডের সমস্যাও রয়েছে তাঁর। নিয়মিত ওষুধও খান তিনি। কিন্তু মাঝে মাঝে সমস্যা বাড়লে তখন খুব কষ্ট হয়।
আরও পড়ুন: 'আমাদের দুজনেরই প্রথম...', নবাব কন্যার সঙ্গে অদেখা ছবি পোস্ট অপরাজিতার
আরও পড়ুন: 'আমায় মা হিসেবে বেছে...', ছেলের ১৮ তম জন্মদিনে অদেখা ছবি পোস্ট রবিনার
সায়কের এই ভিডিয়ো দেখে অভিনেতা সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা। কেউ কেউ জানিয়েছেন, স্পন্ডেলাইটিস হলে কি কি করতে হবে। কেউ কেউ আবার ভালো চিকিৎসকের খোঁজ দিয়েছেন। সব মিলিয়ে অনুরাগীরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন কমেন্ট বক্সে।