মাত্র ৪ বছরেই রান্না করে রীতিমতো তাক লাগিয়ে দিল। নুসরত জাহান এবং যশ দাশগুপ্তের একমাত্র ছেলে ঈশান। পড়াশুনো, খেলাধুলার পাশাপাশি সে যে বাড়ির কাজেও রীতিমতো করিৎকর্মা, সেটা বোঝা গেল অভিনেত্রীর পোস্ট করা একটি ছবি দেখে। ছেলেকে নিয়ে গর্বিত মা নুসরত কী পোস্ট করলেন?
বলিউডের পাশাপাশি টলিউডেও তারকা সন্তানদের নিয়ে আগ্রহ থাকে সকলের। জন্মের পর থেকেই তাদের বেড়ে ওঠার বিভিন্ন মুহূর্ত তারকারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যার ফলে তারকা সন্তানদের সমস্ত খুঁটিনাটি একেবারে নখদর্পনে থাকে ভক্তদের। এই তারকা সন্তানদের মধ্যে অন্যতম একজন হল ঈশান, যে নুসরত এবং যশ দাশগুপ্তের একমাত্র ছেলে।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
২০২১ সালের আগস্ট মাসে জন্ম হয় ঈশানের। জন্ম থেকেই যে ঈশান ভীষণ জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ছেলেকে নিয়ে সবসময় ছবি পোস্ট করেন না অভিনেত্রী। এক কথায় বলা চলে, সোশ্যাল মিডিয়া থেকে ছেলেকে কিছুটা দূরে রাখতেই ভালোবাসেন তিনি। তবে এবার ছেলের কর্মকাণ্ড দেখে নিজেই আর নিজেকে ধরে রাখতে পারলেন না নুসরত।

৪ বছর বয়সেই ঈশান রীতিমতো রুটি তৈরি করে বাড়ির সকলকে চমকে দিয়েছে। সেটা আবার যে সে রুটি নয়, একেবারে গোল রুটি। ছেলের এই কর্মকাণ্ড মুঠোফোনে বন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা। ঈশানের প্রথম এই প্রচেষ্টাকে বাহবা জানিয়ে তিনি লেখেন, ‘ছেলে যখন মায়ের জন্য রুটি বানায়।’
নায়িকার এই পোস্ট ভাইরাল হতেই নুসরতের ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। একাংশদের মতে, বাবার মতো নয় বরং মায়ের মতোই তৈরি হচ্ছে ঈশান। এ তো সবে শুরু। অন্যদিকে কাজের ফাঁকেই সময় পেলে ছেলেকে সময় দেন নুসরত, কাজের মধ্যে থাকলেও ফোন করে বারবার ছেলের খবর নেন তিনি।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘আড়ি’ ছবি মুক্তির পর যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের সম্পর্কে গড়ে ওঠা সমস্যার কথা সর্বসম্মুখে উঠে আসে। কোনও এক তৃতীয় ব্যক্তির কারণে এই সমস্যা হয়েছিল বলে মনে করা হয়। যদিও সেইসব সমস্যা পেছনে ফেলে আপাতত আবার ছেলেকে নিয়ে একসঙ্গে থাকছেন এই তারকা দম্পতি।