রাজ্য সভাপতির পদে বসার পর প্রথমবার উত্তরবঙ্গে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকেই আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য। সোমবার আলিপুরদুয়ারে সংবর্ধনা সভা থেকে পড়শি জেলা কোচবিহারের বাসিন্দা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ‘দিনহাটার বিপ্লবী’ বলে আক্রমণ করেন তিনি। শমীকবাবু দাবি করেন, চাপে আছেন উদয়নবাবু। রাতে তাঁর ফোন আসে।
শমীকবাবু বলেন, ‘দিনহাটার বিপ্লবী ছিলেন। বাবার সুপুত্র। বাবাকেও করে দিয়েছেন দুর্নীতিগ্রস্ত। বাবাও না কি চাকরি টাকরি এদিক ওদিক করেছিলেন। ইনি তো তৃণমূলের বিধ্বংসী আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। এখন কী এমন হল? কোন ঘটনা ঘটল রাতের অন্ধকারে যে দলবদল করলেন? এখন নতুন তৃণমূল হয়ে কথায় কথায় হুমকি দিচ্ছেন। যার যত হুমকি, রাতে তার তত টেলিফোন। প্রত্যেকেই ফোন করছে। বলছে, চাপে আছি। পুলিশ থেকে শুরু করে সবাই চাপে আছি কারণ তৃণমূল বুঝে গেছে দিন শেষ। বিদায় আসন্ন। আমরা ভেবেছিলাম বাবুঘাটে বিসর্জন দেব। কলকাতায় হবে সবকিছু। এখন জগন্নাথদেব বলছেন, আমাকে কষ্ট করে যখন দিঘায় নিয়ে এসেছে সামনে বঙ্গোপসাগরে এই দলটাকে বিসর্জন দিতে হবে।’