বড় পর্দা থেকে ছোট পর্দা, সর্বত্র সমস্ত চরিত্রেই অসামান্যা কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তবে দীর্ঘদিন ধারাবাহিক থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি জি বাংলার ‘রান্নাঘর’ অনুষ্ঠানে তাঁকে দেখা যাচ্ছে সঞ্চালিকার ভূমিকায়। তবে দীর্ঘদিন বাদে এবার আবার নাকি ছোট পর্দায় ফিরতে চলেছেন সকলের প্রিয় কনীনিকা।
শুনতে পাওয়া যাচ্ছে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’- এ নাকি দেখা যাবে অভিনেত্রীকে। না, মুখ্য চরিত্র নয় বরং জিতু কমল ওরফে আর্য সিংহ রায়ের মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি।
আরও পড়ুন: 'আমাদের দুজনেরই প্রথম...', নবাব কন্যার সঙ্গে অদেখা ছবি পোস্ট অপরাজিতার
আরও পড়ুন: 'আমায় মা হিসেবে বেছে...', ছেলের ১৮ তম জন্মদিনে অদেখা ছবি পোস্ট রবিনার
এই মুহূর্তে জিতু কমলের মায়ের চরিত্রের নাম রাজলক্ষ্মী সিংহ রায়। তবে রাজলক্ষ্মী আর্যর আসল মা নন। এবার আর্যর আসল মায়ের চরিত্রেই নাকি অভিনয় করবেন কনীনিকা। কিছুদিনের মধ্যেই নাকি শুরু হয়ে যাবে শ্যুটিং।
প্রসঙ্গত, ২০২২ সালে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। এবারও নাকি মায়ের ভূমিকাতেই ফিরতে চলেছেন তিনি। তবে অভিনেত্রীর মুখে শোনা গেল সম্পূর্ণ অন্য কথা।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি কিয়ারা, উপস্থিত গোটা পরিবার, শুভ সময় কি আসন্ন?
আরও পড়ুন: ৪ বছরেই রুটি বানিয়ে তাক লাগল ঈশান, গর্বিত নুসরত লিখলেন, ‘ছেলে মায়ের জন্য…’
আনন্দবাজার ডট কম-এর তরফ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখনও সিরিয়ালে ফেরার কোনও পরিকল্পনা নেই। আমাকে জিতুর মায়ের চরিত্রে মানাবেও না। আর আমাকে যে মায়ের চরিত্রেই মানাবে, কে বলল! এইরকম গুঞ্জন কে ছড়ায়, জানি না।’