রেডিও জকি এবং একজন প্রতিভাবান গিটারিস্ট হলেন অর্জুন। তার গভীর রাতের শো ‘জারিয়া’তে গান শুনতে এসে অর্জুনের গানে মুগ্ধ হয় তুলিকা। এই তরুণী পেশায় একজন স্বাধীনচেতা পরিচালক, যে কিনা শহরের না-বলা কাহিনিগুলোনিজের ক্যামেরায় ধরে রাখতে চায়। ক্যাফের সেই সুরেলা সন্ধ্যায় তুলিকার সঙ্গে অর্জুনের আলাপ হয়। আর তারপরেই অনেককিছু বদলে যায়।
এমনই এক গল্প নিয়ে আসছে সুমন মৈত্রর ছবি ‘জারিয়া’। যে ছবিতে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন রাজেশ্বর আর তুলিকার ভূমিকায় দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়কে। এই ছবিতে অর্জুন আর তুলিকা একে অপরের হাত ধরে সৃষ্টির লক্ষ্যে পথ চলার গল্প তুলে ধরা হবে।
এই ছবি প্রসঙ্গে অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় বলেন, তুলিকা নিজের কাজকে ভালবাসে, শহরকে ভালবাসে। সে কফি, গান ও একটি এফএম চ্যানেলের শো'তে আসক্ত। সে ডকুমেন্টরি ফিল্ম বানায়। সে একাকীত্ব ভালোবাসে, উপভোগ করে। দিদার সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে।'
অন্যদিকে ছবির নায়ক, অভিনেতারাজেশ্বরের কথায়, 'জারিয়া আমার জন্য বিশেষ একটা প্রজেক্ট। খুব মন প্রাণ দিয়ে আমরা কাজটা করেছি। এটা আমার বাংলায় চতুর্থ কাজ। যে গল্প এই ছবিতে বুনে দেওয়া হয়েছে তাতে কলকাতার প্রতি একটা ট্রিবিউট জানানো হবে। কলকাতা যেমন সুরেলা এবং খাদ্যপ্রাণাদের শহর ঠিক তেমনি এই 'জারিয়া'। শহরের প্রতি আবেগ প্রকাশিত হয়েছে এই ছবিতে। কমার্শিয়াল প্রেম নেই৷ প্রেমটার মধ্যে অন্য গন্ধ আছে। আর খুব সুন্দর সুন্দর জায়গায় শুট হয়েছে। ফলে মানুষ চোখের আরাম পাবেন।'
রাজেশ্বর আরও বলেন, এই ছবিতে যে কলাকুশলীরা ছিলেন তাঁরা সকলেই দারুণ, তাই কাজ করতে কোনও অসুবিধা হয়নি। উষ্ণ অভ্যর্থণা থাকত সবসময় সকলের জন্য। অবাক হয়েছি আমি সব কিছু নিয়ে খুশি আছি কি না সেটা দেখা হত খুব। এটাও আমার বড় প্রাপ্তি। সুমন দা'র সঙ্গে প্রথম কাজ। সব কিছু আগে থেকেই তৈরি থাকে ওঁর মাথায়। ওঁর গতি দেখে অবাক হয়েছি। খুব সুন্দরভাবে অল্প সময়ে তৈরি করলেন সুমন দা৷ কোনও চাপ কারওকে দেননি কখনও। দারুণ অভিজ্ঞতা হল প্রযোজক শুভ দা'র সঙ্গে কাজ করে।'
‘জারিয়া’তে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তপতী মুন্সি, সায়নী পালিত-সহ আরও অনেকে ৷ ছবির প্রযোজক হলেন অনিমেষ গঙ্গোপাধ্যায় ৷ প্রযোজনায় বেল জার ফিল্মস, সঙ্গীত পরিচালক মৌলি চক্রবর্তী, ছবিতে গান গেয়েছেন রণজয় ভট্টাচার্য সহ আরও অনেকে।