টেল অভিনেত্রী দীপিকা কক্কর বেশকিছুদিন আগে পর্যন্ত স্বাস্থ্য সমস্যার কারণে খবরে ছিলেন। চলতি বছরের মে মাসে দীপিকা জানিয়েলেন যে তিনি স্টেজ ২ লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এরপর গত মাসে (জুন) মাসে দীপিকার অস্ত্রোপচার হয়। ১৪ ঘন্টা অস্ত্রোপচারের পর ডাক্তাররা টিউমারটি অপসারণ করেন। এই মুহূর্তে অভিনেত্রী অবশ্য ক্যানসারমুক্ত।
দীপিকা ইতিমধ্যেই নিজের বাড়িতে ফিরে এসেছেন এবং তিনি এখন অনেক ভাল আছেন। অন্যদিকে, শোয়েব মাঝে মধ্যেই নিজের ভ্লগের মাধ্যমে দীপিকার স্বাস্থ্যের আপডেট শেয়ার করে চলেছেন। এমন পরিস্থিতিতে এবার ফের দীপিকাকে নিয়ে ফের আপডেট দিলেন শোয়েব। শোয়েব ইব্রাহিম তার সর্বশেষ ভ্লগে ছেলে রুহানের সঙ্গে তাঁর দিনটি কেমন ছিল এবং দীপিকার আগে থেকে নির্ধারিত থেরাপি ঠিক কেমন হয়েছে তা দেখিয়েছেন। পাশাপাশি শোয়েব জানান, 'আজ থেকে দীপিকার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে। আজ প্রথম দিন এবং তিনি এখন পর্যন্ত ভালবোধ করছেন। কিন্তু দ্বিতীয় দিনে দীপিকার কিছু সমস্যা দেখা দেয়। ওঁর মুখে ফোসকা পড়েছে।
শোয়েব আরও বলেন, ‘থেরাপির পর দীপিকা তাকে বলেছিল যে তিনি খুব ক্লান্ত বোধ করছেন, তবে ঠিক আছেন। তিনি রুহানের সঙ্গে বেরিয়েছিলেন, হয়তো এই কারণেই তিনি ক্লান্ত বোধ করছেন। একই সঙ্গে মুখের ফোস্কার কথা বলতে গিয়ে তিনি বলেন ডাক্তার আগেই দীপিকাকে জানিয়েছিলেন যে, এমনটা হতে পারে। তাঁর কথায় এজন্য বেশি করে জল খেতে হবে। তাই আমি আমার জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেব। আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে।’
আপনাদের জানিয়ে রাখি, শোয়েব তার আগের ভ্লগে জানিয়েছিলেন, দীপিকাকে ওষুধ দিয়েছেন কারণ তার শরীরে এখন ক্যানসার নেই। যদি এমন হয় যে ভবিষ্যতে দীপিকার শরীরে কোনও ক্যান্সার কোষ পাওয়া যাবে, তাহলে চিকিৎসকরা ওষুধের ডোজ বাড়িয়ে দেবেন এবং তাকে আইভির মাধ্যমে ওষুধ দেওয়া হবে। শোয়েব জানান, আগামী সপ্তাহ থেকে তিনি দীপিকার চিকিৎসা শুরু করবেন এবং দীপিকার চিকিৎসা প্রায় দুই বছর চলবে। প্রতি তিন সপ্তাহ অন্তর দীপিকার স্ক্যান করানো হবে।