জ্যোতিষমতে গ্রহরা রাশির সঙ্গে নক্ষত্রও পরিবর্তন হয়। এক একটি রাশির গ্রহ পরিবর্তন এক এক রকমের প্রভাব ফেলে জাতক জাতিকার উপর। একইভাবে এক এক গ্রহের, নক্ষত্র পরিবর্তনও ভিন্ন প্রভাব ফেলে। ফলত, বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। উল্লেখ্য, ২৯ জুলাই বুধের একটি নক্ষত্র পরিবর্তন রয়েছে। আর ওই দিন শনিদেবের নক্ষত্রে ঢুকছেন বুধ। সেখানে তিনি ২১ অগস্ট পর্যন্ত থাকবেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।
মিথুন
আপনাদের জন্য বুধের নক্ষত্র পরিবর্তন বহু রাশির জন্য লাভদায়ক হতে পারে। ব্যবসার দিক থেকে ভালো লাভ পেতে পারেন। মন খুশি করে দিতে পারে এমন পরিমাণ সম্পত্তি পেতে পারেন এই সময়। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য ভালো সময় এইটি। সামাজিক দিক থেকে মান সম্মান বাড়বে। কোনও উচ্চ পদ পেতে পারেন আপনারা। কেরিয়ারে আপনি এমন কোনও বড় সুযোগ পেতে পারেন যা আপনার ভাবমূর্তিকে আলাদা করে তুলবে। আপনি টাকারও বিপুল পরিমাণ সেভিং করতে পারবেন।
( Surya Gochar: আর মাত্র অপেক্ষা ৩ দিনের! সূর্যের কৃপায় ধুন্ধুমার উন্নতিতে এই রাশিগুলি পাবে লাভ)
কন্যা
বুধ গ্রহের নক্ষত্র পরিবর্তনের ফলে জাতক জাতিকারা বিশেষভাবে সমৃদ্ধ হতে পারেন। শিক্ষা আর বৈবাহিক জীবনে বিশেষ লাভ পেতে পারেন। আপনার জ্ঞানে বৃদ্ধি হতে পারে। কেরিয়ারে নতুন কিছু চাক্ষুস করতে পারেন। যার লাভ আপনি আপনার কেরিয়ারে খুব শিগগির দেখতে পারেন। আপনি দেশ বিদেশে যাত্রা করতে পারেন। আপনার কোনও পরিকল্পিত যোজনা সফল হতে পারে। ছাত্ররা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নিতে পারেন, তাহলে তার ভালো পরিণাম পাবেন।
মেষ
বুধের নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য লাভদায়ী হবে। আপনার সম্পত্তির সঠিক ব্যবহার হবে। পার্থিব সুখ সুবিধা পেতে থাকবেন। আপনার স্বভাবের দিক থেকেও বড় বদল দেখা যেতে পারে। আপনার আর্থিক দিক থেকে উন্নতি তুঙ্গে থাকতে পারে। আপনার আর্থিক উৎস নানান দিক থেকে হতে পারে। ব্যবসায়ীরা কোনও বড় ব্যবসায়িক ডিল করতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)