রণবীর সিং এবং ববি দেওল ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের অন্যতম। গত কয়েক বছরে দুজনেই নিজেদের বারংবার বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন এবং নিজেদের সিনেমা, ওয়েব সিরিজ দিয়ে দর্শকদের মনোরঞ্জন করেছেন। রণবীরের আগের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিল। এই রোমান্টিক ড্রামার পর এবার অ্যাকশন ছবি 'ধুরন্ধর' দিয়ে কামব্যাক করছেন এই অভিনেতা। একই সময়ে, ববি দেওলের প্রত্যাবর্তন তাঁর জন্য অসাধারণ প্রমাণিত হয়েছিল, তিনি অ্যানিম্যাল এবং আশ্রমের মতো প্রজেক্টগুলির হাত ধরে কামব্যাক করে নিজের একটি নতুন পরিচয় তৈরি করেছিলেন। এখন সর্বশেষ খবর অনুযায়ী, নির্মাতারা এই দুই অভিনেতাকে নিয়ে একটি চলচ্চিত্র বানাতে চলেছেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর সিং এবং ববি দেওল একটি মেগা প্রজেক্টের জন্য একত্রিত হচ্ছেন। এই ছবির জন্য দুজনেই ফিজিক্যাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই ছবিতে রণবীর ও ববি দুজনকেই নতুন অবতারে দেখা যাবে। তাঁদের চেহারা ও শারীরিক গঠন এতটাই আলাদা হবে যে ভক্তরা অবাক হবেন। দু'জনেই এই প্রজেক্ট নিয়ে বেশ সিরিয়াস। শোনা যাচ্ছে, এই ছবিতে দু'জনকেই এমন লুকে দেখা যাবে যা তাঁদের ভক্তরা আগে দেখেননি। ইতিমধ্যেই এই ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন ববি দেওল। তার ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলি দেখায় যে তিনি তার শরীর চর্চায় আরও বেশি করে মন দিয়েছেন, কাজ করছেন। অন্যদিকে রণবীর সিংও 'ধুরন্ধর' ছবির সঙ্গে এই প্রজেক্টে কাজ করছেন। 'ধুরন্ধর' ছবির পর অন্য ছবিতেও মনোনিবেশ করবেন রণবীর। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ছবিও রয়েছে ববি দেওলের হাতে। এছাড়া ওয়েব সিরিজেও দেখা যাবে তাঁকে।