ছোট পর্দার জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতি। সদ্যই শেষ হয়েছে তাঁর ধারাবাহিক ‘মিঠিঝোরা’ -এর শ্যুটিং। অনেকে তাঁকে মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গেও তুলনা করেন, তাঁর লুক দেখে। এখন তিনি সৃজিতের ছবির লক্ষ্মীপ্রিয়া। তবে তাঁর তারকা ইমেজের পিছনে এখনও লুকিয়ে আছে একটা সারল্যে ভরা শিশু মন। আর তার আভাস মিলল শহরের ঘোর বর্ষাতে।
আরও পড়ুন: শাশুড়ির গয়না চুরির দায়ে গ্রেফতার 'কমলিনী'! নতুন কী বাঁচাতে পারবে বৌঠানকে? 'চিরসখা'য় বড় চমক
আরও পড়ুন: ৪৫ দিনের মেয়েকে নিয়ে রোডিজের শ্যুটিংয়ে যেতেন নেহা! বললেন, 'প্রতি ৩ ঘণ্টা অন্তর...'
ঘটনা কী ঘটেছে?
কেবল শহর বা রাজ্য নয়, দেশ জুড়ে এখন ঘোর বর্ষা। চলতি বছরের বর্ষায় বৃষ্টিপাত এতটাই হয়েছে যে রাজ্য তথা দেশের নানা প্রান্তে বন্যা পরিস্থির সৃষ্টি হয়েছে। জল জমেছে কলকাতার অলিগলিতেও। এই বন্যা কষ্টের, জল জমা যেমন ভোগান্তির। কিন্তু সব কিছুর মধ্যেও বর্ষার একটা আবেশ আছে। জমা জলে পা ভিজিয়ে অনেক সময় মনে উচ্ছ্বলতা আসে। আর সেই উচ্ছ্বল অনাবিল সারল্য নিয়েই ধরা দিলেন পর্দার 'রাইপূর্ণা' আরাত্রিকা। জমা জলে শিশুদের মতো ঘুরে বেড়ালেন, পায়ে পায়ে মেখে নিলেন একরাশ আনন্দ।
আরও পড়ুন: 'প্রেমিক হিসেবে কাঞ্চন…', দিদি নম্বর ১-এর মঞ্চে বর প্রসঙ্গে যা বললেন শ্রীময়ী!
আরও পড়ুন: বিচ্ছেদ হচ্ছে না শার্লি-অভিষেকের! ‘প্রেমিকা সমস্ত পরিস্থিতিতে…', আদুরে পোস্ট নায়কের
বুধবার আরাত্রিকা একটি ভিডিয়ো ভাগ করে নেন। সেখানে তাঁকে হলুদের উপর সাদা সুতোর কাজ করা একটি ফ্রক পড়ে, খোলা চুলে পায়ে পায়ে জল মাখতে দেখা যায়। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘কী জল, সত্যি বাবা। পা দেখ পা।’ তারপর আপন মনে নানা অঙ্গ ভঙ্গি করে ওই জলেই ঘুরে বেড়ালেন নায়িকা। ভিডিয়োটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘বাড়ির সামনে নদী..…।’
তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন।একজন তাঁর ক্যাপশনের সূত্র ধরে লেখেন, ‘নৌকা নিয়ে যাবো নাকি অনেক জল।’ আর একজন লেখেন, ‘নদী না ডোবা বলা যেতে পারে।’ আর একজন লেখেন, ‘সত্যি তোমাকে অনেক বাচ্চা লাগছে এই ভিডিয়োতে।’ আর একজন তাঁর মেগার চরিত্রের উল্লেখ্য করে লেখেন, ‘রাই তোমার পাশে অনির্বান থাকলে বেশি ভালো লাগতো।’