একদিকে ওয়াশিংটন ফ্রিডম ১০ ম্যাচের মধ্যে ৮টি জিতে লিগ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে ওঠে। অন্যদিকে এমআই নিউ ইয়র্ক লিগের ১০ ম্যাচের মধ্যে মাত্র ৩টি ম্যাচ জেতে। নেট রান-রেটে ভর করে কোনও রকমে প্লে-অফের টিকিট হাতে পায় তারা। তবে প্লে-অফে দুর্দান্ত ক্রিকেট উপহার দেন কায়রন পোলার্ড, নিকোলাস পুরানরা।
একে একে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে ওঠে এমআই। শেষে খেতাবি লড়াইয়ে ওয়াশিংটন ফ্রিডমকে হারিয়ে মেজর লিগ ক্রিকেট ২০২৫-এর খেতাব জিতে নেয় তারা। ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকালে অনুষ্ঠিত এমএলসি ২০২৫-এর রুদ্ধশ্বাস ফাইনালে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন এমআই ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হারিয়ে দেয় গ্লেন ম্যাক্সওয়েলের ওয়াশিংটন ফ্রিডমকে।
দাপুটে হাফ-সেঞ্চুরি কুইন্টন ডি'ককের
ডালাসে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে এমআই। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮০ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন কুইন্টন ডি'কক। তিনি ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৭৭ রান করে সাজঘরে ফেরেন।
২২ বলে ২৮ রান করেন মোনাঙ্ক প্যাটেল। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১৭ বলে ২১ রান করেন ক্যাপ্টেন পুরান। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২২ রান করে অপরাজিত থাকেন কানওয়ারজিৎ সিং। খাতা খুলতে পারেননি কায়রন পোলার্ড। ৪ রানে আউট হন মাইকেল ব্রেসওয়েল।
ওয়াশিংটনের হয়ে ২১ রানে ৩টি উইকেট নেন লকি ফার্গুসন। ১টি করে উইকেট দখল করেন সৌরভ নেত্রভালকর, গ্লেন ম্যাক্সওয়েল, জ্যাক এডওয়ার্ডস ও ইয়ান হল্যান্ড। উইকেট পাননি মিচেল ওয়েন।
জলে গেল রাচিন রবীন্দ্রর লড়াই
জবাবে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৫ রানে আটকে যায়। দল হারায় জলে যায় রাচিন রবীন্দ্রর দাপুটে লড়াই। তিনি ৪১ বলে ৭০ রান করেন। মারেন ৮টি চার ও ২টি ছক্কা। ৩৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। তিনি ৫টি ছক্কা মারেন।
২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৩ রান করেন জ্যাক এডওয়ার্ডস। ১৬ বলে ১৫ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। এমআইয়ের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও রুশিল উগারকার। ম্যাচের সেরা হন রুশিল। সাকুল্যে ৩১৩ রান করার পাশাপাশি ১৪টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মিচেল ওয়েন।
উল্লেখ্য, এই নিয়ে তিন বছর অনুষ্ঠিত হয় মেজর লিগ ক্রিকেট। এমআই এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়। তারা ২০২৩ সালের উদ্বোধনী আসরেও বিজয় পতাকা ওড়ায়। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় ওয়াশিংটন ফ্রিডম। সেই নিরিখে এবার ফাইনালে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে খেতাব পুনরুদ্ধার করে এমআই নিউ ইয়র্ক।