কাজের ফাঁকেই টুক করে স্ত্রী এবং মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন অক্ষয় কুমার। তবে যতই বড় অভিনেতা তিনি হোন না কেন, দিনের শেষে তিনি তো একজন স্বামীই, তাই আর পাঁচ জন স্বামীর মতোই ঘুরতে গিয়েও স্ত্রীর আবদার রাখতে টুইঙ্কলের একাধিক ছবি তুলে দিলেন অক্ষয়।
চিরকালই অক্ষয় একজন স্বাস্থ্য সচেতন মানুষ, তাই কাজের ফাঁকে হোক বা ঘুরতে গিয়ে তিনি জিমে যেতে বলেন না কখনও। কিন্তু এবার স্ত্রীর কথা রাখতে গিয়ে হোটেলে বসেই ক্যামেরাম্যানের ভূমিকা পালন করতে হল তাঁকে। তুলতে হল একের পর এক ছবি।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
অক্ষয়ের তোলা সেই ছবি পোস্ট করে একটি মজাদার ক্যাপশন লেখেন টুইঙ্কল। তিনি লেখেন, ‘মিস্টার কে জিমে যাওয়ার পরিবর্তে আমাকে বই পড়তে দেখছেন হোটেলে বসে। আমি চশমা নিয়ে আসতে ভুলে গিয়েছি তাই বই কাছে নিয়ে এসে পড়তে হচ্ছে। ঝাপসা বাক্যগুলি বোঝার চেষ্টা করছি। অনিতা দেশাইয়ের এই বই আমাকে বারবার মুগ্ধ করেছে।’
টুইঙ্কলের পোস্ট করা ছবিগুলির মধ্যে প্রথম ছবিতে দেখা যাচ্ছে, একটি আলো-আঁধারিতে ভরা হোটেল রুমে চেয়ারের ওপর বসে রয়েছেন অভিনেত্রী। হাতে রয়েছে একটি বই। সামনে বেশ কিছু ফল এবং একটি বিয়ারের বোতল রাখা।
দ্বিতীয় ছবিটি আরও জুম করে তোলা। দ্বিতীয় ছবিতে অভিনেত্রীকে মন দিয়ে বই পড়তে দেখা যাচ্ছে। তৃতীয় ছবিতে অঙ্কিতা দেশাইয়ের ডায়মন্ড ডাস্ট বইটির ছবি তুলে পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
টুইঙ্কল একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন দুর্দান্ত লেখিকা। ২০১৫ সালে তিনি তাঁর প্রথম নন ফিকশন বই মিসেস ফানিবোনস প্রকাশ করেন। এছাড়াও তিনি ওয়েলকাম টু প্যারাডাইস, দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ, পায়জামা অর ফরগিভিং সহ একাধিক বই লিখেছেন।