ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম যুব টেস্টের দ্বিতীয় দিনেও দাপট বজায় ভারতের অনূর্ধ্ব-১৯ দলের। প্রথম ইনিংসের নিরিখে ভারতের অর্ধেক রানও এখনও তুলতে পারেনি ইংল্য়ান্ড। তবে ইতিমধ্যেই তাদের অর্ধেক ব্যাটিং লাইনআপ সাজঘরে ফিরেছে। সুতরাং, তৃতীয় দিনে ভারতের বোলাররা চাপ বজায় রাখতে পারলে প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নিতে পারে আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন ভারতীয় যুব দল।
কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম যুব টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা প্রথম দিনে ৮৮ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ৪৫০ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৫৪০ রানে। তারা ব্যাট করে সাকুল্যে ১১২.৫ ওভার।
ভারতের হয়ে প্রথম ইনিংসে ক্যাপ্টেন আয়ুষ মাত্রে ১০২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। বিহান মালহোত্রা করেন ৬৭ রান। অভিজ্ঞান কুন্ডু ৯০ ও রাহুল কুমার ব্যক্তিগত ৮৫ রানের মাথায় আউট হয়ে বসেন। ৭০ রান করেন আরএস অম্বরিশ। হেনিল প্যাটেল ৩৮, মহম্মদ এনান ২৩ ও বৈভব সূর্যবংশী ১৪ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন।
ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স গ্রিন ও রালফি অ্যালবার্ট ৩টি করে উইকেট দখল করেন। ২টি করে উইকেট পকেটে পোরেন জ্যাক হোম ও মাইকেল ভনের ছেলে আর্চি ভন।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ডের যুব দল দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২৩০ রান সংগ্রহ করেছে। তারা এখনও পর্যন্ত ব্যাট করেছে ৬০ ওভার। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ভারতের থেকে এখনও ৩১০ রানে পিছিয়ে রয়েছে ব্রিটিশ দল। তাদের হাতে রয়েছে ৫টি উইকেট।
শতরান হাতছাড়া রকি ফ্লিন্টফের
ইংল্যান্ডের ক্যাপ্টেন হামজা শেখ ৮৪ রান করে আউট হন। অ্যান্ড্রু ফ্লিন্টফের ছেলে রকি ফ্লিন্টফ নিশ্চিত শতরান হাতছাড়া করেন। তিনি ৯৩ রান করে সাজঘরে ফেরেন। ওপেন করতে নেমে আর্চি ভন মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন।
ভারতের হেনিল প্যাটেল ৫১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নিয়েছেন দীপেশ দেবেন্দ্রন, বৈভব সূর্যবংশী ও বিহান মালহোত্রা।