ক্রিকেট আর বলিউড – এই যুগলবন্দী বহু পুরনো। বহুবার দেখা গেছে ক্রিকেটাররা বলিউড অভিনেত্রীদের বিয়ে করেছেন। যেমন পাতৌদি ও শর্মিলা ঠাকুর, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা, কেএল রাহুল ও আথিয়া শেট্টি। আবার শাহরুখ খান, প্রীতি জিন্টার মতো অনেক বলিউড তারকা ক্রিকেট দলও কিনেছেন। ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁদের উপস্থিতিও চোখে পড়ে।
আমির খানও সেই বলিউড তারকাদের মধ্যে পড়েন যাঁদের ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ আছে। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে, যেখানে এমএস ধোনির নেতৃত্বে ভারত জয়লাভ করে, বা ২০১৩ সালে সচিন তেন্ডুলকরের বিদায় ম্যাচ — এই সব ঐতিহাসিক মুহূর্তে আমির মাঠে উপস্থিত ছিলেন।
তবে আমির খানের ক্রিকেট-সংযোগ এখানেই শেষ নয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এক মজার ঘটনা জানান। তিনি বলেন, তিনি এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্ত (বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে) ১৮ই এপ্রিল ১৯৮৬-তে গোপনে বিয়ে করেছিলেন। আর সেই দিনেই পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ শারজাহতে অস্ট্রাল-এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে শেষ বলে ছয় মেরে দলকে জয়ী করেছিলেন।
আমির খান সেই ঘটনার প্রসঙ্গে বলেন, ‘আমরা গোপনে বিয়ে করেছিলাম এবং বাড়িতে কিছু জানাইনি। ওই একই দিনে জাভেদ মিয়াঁদাদ ভারতের বিরুদ্ধে শেষ বলে ছয় মারেন। আমরা যখন বাড়ি ফিরি তখন খুব টেনশনে ছিলাম। কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করল না, সকলেই টিভিতে ম্যাচ দেখছিল।’
তিনি আরও বলেন, ‘আমি খুশি ছিলাম যে যেদিন আমার বিয়ে, সেদিন ভারত জিতছে। তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু তারপরেই মিয়াঁদাদ ছয় মেরে দিল, আর ভারত হেরে গেল।’ এরপর বহু বছর পর একবার বিমানে জাভেদ মিয়াঁদাদের সঙ্গে আমির খানের দেখা হয়। সেই সময় তিনি তাঁকে এই গল্প বলেছিলেন। আমির খান বলেন, ‘জাভেদ ভাই, আপনি ঠিক করেননি। আপনি আমার বিয়ের আনন্দ নষ্ট করে দিয়েছেন। ওই দিন আপনি ছয় মারলেন। আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম।’ আমির খান আরও বলেন, ‘এই কথা শুনে অবাক হয়ে যান মিয়াঁদাদ।’
জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে গণ্য হন। তিনি ১২৪টি টেস্টে ৮৮৩২ রান করেন, গড় ছিল ৫২.৫৭। আর ২৩৩টি ওয়ানডেতে তিনি ৭৩৮১ রান করেন ৪১.৭০ গড়ে।