ভারতীয় দলকে তৃতীয় টেস্ট জিতে এগিয়ে যেতে হলে ১৯৩ রান চেজ করতে হবে। এর মধ্যে ৫৮ রান তুলে ফেলেছে ভারতীয় দল। হাতে এখনও রয়েছে ৬ উইকেট। এর মধ্যে মোট পাঁচজন ব্যাটার রয়েছে ভারতের হাতে। লোকেশ রাহুল, ঋষভ পন্ত ছাড়াও আছেন নীতীশ কুমার রেড্ডি, ওয়াসিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা, যাদের ব্যাটের হাত মোটামুটি ভালো। এখনও ভারতের জয়ের জন্য দরকার ১৩৫ রান। একটা ভালো পার্টনারশিপ পেয়ে গেলেই ম্যাচ জেতা সম্ভব। বুদ্ধিমত্তা দেখিয়েই লোকেশ রাহুল চতুর্থ দিনের শেষ ওভারের প্রথম বলেই সিঙ্গল নিয়ে ননস্ট্রাইকার্স এন্ডে চলে এসেছিলেন।
এদিকে চতুর্থ দিনে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য সরগরম হয়ে উঠল লর্ডস। জো রুট ভারতের বিপক্ষে এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪০ রান করেন। ৩৬ রানের মাথায় তিনি সিরাজের বল খেলতে গিয়ে তা মিস করেন, এবং প্যাডে এসে বল লাগে। এরপর সিরাজ আবেদন করলেও আম্পায়ার পল রেইফেল আউট দেননি। এরপরই সিরাজ এবং গিল রিভিউ করেন। দেখা যায়, বল লাইনেই ছিল, ইম্প্যাক্টও ভারতের পক্ষে ছিল। বল লেগ স্টাম্পেও লাগছিল। কিন্তু যেহেতু লেগ স্টাম্পের ওপরে লাগছিল, তাই আম্পায়ার কলই বজায় থাকে। কিন্তু আম্পায়ার যদি আউট দিতেন, তাহলে এটা আউটই ছিল। অর্থাৎ পল রেইফেলের ভুল সিদ্ধান্তে রুট একটি জীবনদান পেয়ে যান, যা নিয়ে সিরাজ, জুড়েল, গিলরা ব্যাপক হতাশা প্রকাশ করেন।
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হতাশ হয়ে সুনীল গাভাসকরকেও বলতে শোনা যায়, ‘আমি বিশ্বাসই করতে পারছি না যে বল এতটা ঘুরেছে। ও এমনভাব দেখাল যেন বল লেগ স্টাম্পে কোনও মতে লাগবে। কিন্তু সেটা হওয়ার কোনও সম্ভাবনাই নেই। এটা লেগ স্টাম্পে সরাসরি লাগছিল ’। আম্পায়ারের সিদ্ধান্ত অবশ্য খুব বেশি ধাক্কা দেয়নি ভারতকে, কারণ রুটকে এর পর রান রান যোগ করতে না করতেই সাজঘরে ফেরান ওয়াসিংটন সুন্দর। এলবিডাব্লু হলে আম্পায়ার যদি আউট না দেন, তাই রুটকে একেবারে বোল্ড আউট করে সাজঘরে পাঠান সুন্দর।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রটও আম্পায়ারিংয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি হতবাক হয়ে যাচ্ছি। রিপ্লে দেখে মনে হল বল লেগ স্টাম্পের ভিতরের দিকে লাগছে। আসল সময় দেখলে তো মনেই হবে না যে উইকেটে বল লাগছে না। সাধারণ স্পিডে বল দেখলে মনেই হবে না যে বল লেগ স্টাম্পে লাগছে না। ইংল্যান্ড আরও একবার সুযোগ পেল, ভারতীয়রা অত্যন্ত বিরক্ত ’।