উইম্বলডনের মঞ্চে প্রথমবার খেতাব জিতেছেন ইতালির জ্যানিক সিনার। কার্লোস আলকারাজের উইম্বলডন জয়ের হ্য়াটট্রিকের স্বপ্ন ভেঙে দিয়েছেন ইতালির তারকা খেলোয়াড়। চার সেটের লড়াইয়ে স্প্যানিশ আলকারাজকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। সিনার প্রথম সেটে পিছিয়ে পড়েও দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন পরের তিন সেটে, আর তাতেই যেন খরকুটোর মতো উড়ে গেছেন আলকারাজ। উইম্বলডনে কার্লোস রাজ থামিয়ে সিনার জিততেই তৈরি হয়েছে নয়া ইতিহাস। এটি তাঁর চতুর্থ গ্র্যান্ডস্লাম জয়। ম্যাচের ফলাফল ছিল ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪।
সিনারের ঝুলিতে আপাতত রয়েছে চারটি গ্র্যান্ডস্লাম, আলকারাজের থেকে আপাতত ১টি কম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় বেশ খোশ মেজাজেই দেখা যায় সিনারকে। তিনি সেখানে দাঁড়িয়ে কার্লোস আলকারাজের ভূয়সি প্রশংসা করেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি কার্লোসকে দিয়ে শুরু করব। অসাধারণ খেলেছে এই প্রতিযোগিতায়, এত ভালো খেলা উপহার দেওয়ার জন্য ওকে ধন্যবাদ। ওর বিরুদ্ধে খেলা খুবই কঠিন, কিন্তু কোর্টের বাইরেও আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। আমরা সব সময়ই নিজেদের তৈরি করার চেষ্টা করি, যাতে আরো উন্নতি করতে পারি নিজেদের খেলায়। এভাবেই এগিয়ে যাও, এভাবেই পরিশ্রম করে যাও, এই ট্রফি আরও অনেকবার তুমি ধরতে পারবে, ইতিমধ্যেই দুবার তুমি জিতেছ উইম্বলডন ’।
এরপর নিজের ভাইকে নিয়েও মজা করে বলেন, ‘আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আমার অভিভাবক এবং আমার ভাইসহ গোটা দল এসেছে খেলা দেখতে। বিশেষ করে আমি আমার ভাইকে ধন্যবাদ দেন, কারণ এই সপ্তাহে কোনও ফর্মুলা ওয়ানের রেস নেই বলে ও আজ আমার খেলা দেখতে এসেছে ’।
অস্ট্রেলিয়ান ওপেনের পরই কিছুদিনের জন্য তাঁকে ডোপিংকাণ্ডে নির্বাসনের মুখে পড়তে হয়। মে মাসেই ফের কোর্টে ফেরেন তিনি। উইম্বলডন জয়ের পর তিনি তাই বলেন, ‘এটা আমার জন্য অত্যন্ত আবেগপ্রবণ মূহূর্ত, কারণ যারা আমার সঙ্গে থাকে বা কাছের মানুষ তারা জানে, আমার ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে কোর্টে আর কোর্টের বাইরে। খুবই কঠিন ছিল। আমি প্রত্যেকটা ট্রেনিং সেশনেই চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে। একটা সময় আমি মানসিকভাবেও ভেঙে পড়েছিলাম। খেলার থেকেও অনুশীলনের সময় নিজেকে সামলানো কঠিন হয়। তবে খেলার সময় নিজের মাথাকে আমি কখনও চালনা করেছি, আবার কখনও থামি দিয়েছি স্রেফ খেলাতেই ফোকাস করিয়ে ’। ফরাসি ওপেনের ফাইনালে আলকারাজের কাছে হারায় এই জয় ছিল সিনারের কাছে প্রতিশোধের ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।