জ্যোতিষশাস্ত্রমতে শনিদেব হলেন, আয়ু, দুঃখ রোগ, পীড়া, বিজ্ঞান, লোহা, খণিজ তেল, কর্মচারি, সেবক জেলের কারক। শনিদেব বহু সময়ই মার্গী রূপে নিজের অবস্থান বদলে ফেলেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন। ২০২৫ সালেই শনিদেবের মার্গী রূপ আসবে। তৈরি হবে ধনরাজযোগ। তারফলে সেই সময় কিছু কিছু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন। তারা হবেন লাকি? তার হদিশ রইল রাশিফলে।
বৃষ
এই ধনরাজযোগ বৃষ রাশির জন্য খুবই সুখর হবে। আপনার আয় হু হু করে বাড়বে। কাজের জায়গার দিক থেকেও পাবেন সাফল্য। নতুন নতুন দিক থেকে পাবেন লাভ। আসবে টাকা। টাকা আসারও নতুন উৎস তৈরি হবে। শিল্প, কলা, সাহিত্যের সঙ্গে জড়িত যাঁরা তাঁরা পাবেন লাভ। আপনার কেরিয়ারে প্রগতি আর বেতনের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আত্মবিশ্বাস বাড়তে পারে। ফলত, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কর্মক্ষেত্রে পাবেন নতুন কিছু দায়িত্ব। অনেক কিছু দায়িত্ব পেতে পারেন।
তুলা
আপনাদের জন্য ধনরাজযোগ তৈরি হওয়া খুবই শুভ। এই সময় আপনার কোর্ট কাছারির ঝামেলা মিটবে। বিদেশ যাত্রা হতে পারে অনেকের। এই সময় বিদেশি সংস্থাগুলির সঙ্গে যাঁরা কর্মরত, তাঁরা পাবেন লাভ। শনিদেব আপনার পঞ্চম আর চতুর্থ স্থানের স্বামী। কিছু পার্থিব সুখ পাবেন। গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। সন্তানের সঙ্গে জড়িত কোনও শুভ খবর পেতে পারেন।
ধনু
আপনাদের জন্য ধনরাজযোগের তৈরি হওয়া বেশ লাভদায়ক হতে পারে। আপনার সুখ সুবিধা বৃদ্ধি হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। অফিসের সিনিয়ররা প্রশংসা করবেন। আপনার সাহস আর পরাক্রম বাড়বে। আকস্মিক ধনলাভ পেতে পারেন।
কবে হবেন শনি মার্গী?
বৈদিক জ্যোতিষ গণনায় বলা হচ্ছে, ২০২৫ সালের শেষের দিকে শনিদেব হবেন মার্গী। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। ফলত অনেকের জীবনে যেমন শুভ সময় আসবে, তেমনই খারাপ সময়ও আসতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)