জ্যোতিষশাস্ত্রমতে প্রতিটি গ্রহের আলাদা মাহাত্ম্য রয়েছে। সেই নিরিখে প্রতিটি গ্রহের প্রভাবই আলাদা আলাদা করে পড়ে জাতক জাতিকাদের ভাগ্যে। ১৮ জুলাই ২০২৫ এ বুধ বক্রী চালে চলতে শুরু করবে। আর শ্রাবণের অমাবস্যার আগেই শুক্রবার বুধের এই অবস্থান হবে। সামনেই ২৩ জুলাই ২০২৫ সালে রয়েছে শ্রাবণের অমাবস্যা তিথি। আর সেই তিথির আগে, এই বুধের বক্রী চাল কোন কোন রাশিতে সুখের মুখ দেখাতে চলেছে, তা দেখে নিন।
বৃষ
বুধ গ্রহ আপনার রাশিতে তৃতীয়ভাবৈে বক্রী হতে আরম্ভ করবেন। ফলত, কাজের জায়গার দিক থেকে ভালো কিছু শুনতে পাবেন। চাকরিরতদের পদোন্নতি আসতে পারে। কোনও সম্পত্তি বা রিয়েল এস্টেটের কাজের সঙ্গে জড়িত থাকলে বিশেষ লাভ পাবেন। ব্যবসায়ীরা ধনলাভ ও ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। আপনার ইচ্ছা পূর্তি হবে। কোথাও আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।
( Vastu Shastra Tips: সৌভাগ্য ধরে রাখতে কোন ৫ জিনিস পকেটে ভুলেও রাখবেন না? রইল বাস্তুটিপস)
কর্কট
বুধের উল্টো চালে ইতিবাচক ফল পেতে পারেন। আপনার রাশিতে লগ্নভাবে বক্রী হবেন বুধ। এই সময় ভাগ্যের সঙ্গত পেতে পারেন। কোথাও কাজের সূত্রে যাতায়াত করতে পারেন। এই সময় আপনার টাকার সেভিং হতে পারে। কাজের দিক থেকে সাফল্য আসবে।
মকর
বুধের বক্রী চাল আপনাদের জন্য দারুন লাভপ্রদ হবে। আপনার রাশির সপ্তমভাবে বুধ বক্রী হবে। এই সময় হঠাৎ করে টাকা পাবেন হাতে। এই সময় বিবাহিতদের দাম্পত্য জীবনে আলাদা করে সুখ স্বাচ্ছন্দ্য আসতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে ভালো কোনও রিটার্ন পেতে পারেন। সামাজিক ও ব্যবসায়িক নেটওয়ার্ক আগের থেকে ভালো হবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পার্টনারশিপের কাজ ভালোর দিকে যাবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)