এই মুহূর্তে লন্ডনে জোড় কদমে চলছে ‘প্রজাপতি ২’ ছবির শ্যুটিং। মিঠুন চক্রবর্তী এবং দেবের সেই যুগলবন্দী আবারও ছবির পর্দায় আসতে চলেছে, যার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন দর্শকরা। তবে এই ছবিতে মহিলা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল কল্পনা কল্পনা।
‘প্রজাপতি ২’ ছবির কথা ঘোষণা হওয়ায় অনেকেই ভেবেছিলেন হয়তো এই ছবিতেও দেবের বিপরীতে অভিনয় করবেন ইধিকা। যদিও পড়ে জানা যায় ইধিকা নয়, দেবের বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দা জনপ্রিয় নায়িকার জ্যোতির্ময়ী কুন্ডু।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
জ্যোতির্ময়ী ছবিতে থাকছেন এই খবর শোনার পর কিছুটা হলেও মন ভেঙে গিয়েছিল ইধিকা ভক্তদের। তবে সেই মন খারাপের দিন শেষ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ‘প্রজাপতি ২’ ছবিতে দেবের সঙ্গে অভিনয় করবেন ইধিকাও। কিন্তু কোন চরিত্রে?
আসলে প্রধান চরিত্রে জ্যোতির্ময়ী অভিনয় করলেও বহুদিন ধরেই ‘সেকেন্ড ফিমেল লিড’ চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক। অবশেষে জানা যায়, অভিজিৎ সেনের পরিচালনায় আবার দেবের সঙ্গে একপর্দায় অভিনয় করতে চলেছেন ইধিকা।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
কিছুদিন আগেই এই ছবিটি ঘিরে শুনতে পাওয়া গিয়েছিল আরও একটি বড় খবর। এক বাঙালি ভক্তের তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় জানা যায়, ‘প্রজাপতি ২’ ছবিতে একজন রেস্টুরেন্টের কর্মী হিসেবে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী। এবার দ্বিতীয় চমক দিলেন পরিচালক।
তবে বাকিরা লন্ডনে উড়ে গেলেও ইধিকা রয়েছেন কলকাতাতেই। ইধিকার শ্যুটিং চলবে কলকাতাতেই। তবে ‘সেকেন্ড লিড’ চরিত্রে অভিনয় করলেও অভিনেত্রীর চরিত্রের ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা আগে থেকেই আঁচ করতে পারছেন দর্শকরা।
উল্লেখ্য, এর আগে ‘খাদান’ ছবিতে ইধিকার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। দেবের আসন্ন ছবি ‘রঘু ডাকাত’ ছবিতেও কাজ করেছেন ইধিকা। এবার তৃতীয়বার দেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইধিকা।