সাতপাকে বাঁধা পড়লেন ছোট পর্দার অতি চেনা মুখ রূপালি ভট্টাচার্য। এদিন তাঁদের বিয়ের একাধিক ছবি প্রকাশ এসেছে। অভিনেত্রী নিজেও বিয়ের পর একটি ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
বিয়ে করলেন রূপালি
১২ জুলাই রূপালি ভট্টাচার্যর সোশ্যাল মিডিয়া ভরে যায় তাঁর বিয়ের ছবিতে। দেবাঙ্ক ভট্টাচার্যর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী। বিয়ের দিন গোলাপি রঙের বেনারসি, গোলাপি ওড়না এবং সোনার গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। ছিল শোলার মুকুট। অন্যদিকে দেবাঙ্ক ভট্টাচার্য পড়েছিলেন মেরুন রঙের পাঞ্জাবি এবং ঘিয়ে রঙের ধুতি। তাঁদের মালা বদলের ভিডিয়ো এদিন প্রকাশ্যে এসেছে।
রূপালি নিজে এদিন বিয়ের পর একটি ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে তাঁর হাত শক্ত করে ধরে রেখেছেন তাঁর বেটার হাফ। এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'ফাইনালি হাতাহাতি।' প্রসঙ্গত অভিনেত্রীর স্বামী পেশায় আইটি কর্মী। এছাড়াও নাট্যকর্মী তিনি।
এদিন রূপালি এবং দেবাঙ্কর বিয়েতে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। কাঞ্চনা মৈত্র, অনিন্দিতা সরকার সহ টলি পাড়ার অনেক চেনা মুখকেই দেখা গিয়েছে তাঁর এই বিশেষ দিনে।
প্রসঙ্গত, রূপালি ভট্টাচার্য টলিউডের অতি পরিচিত মুখ। একাধিক সিনেমা, সিরিয়াল, সিরিজে কাজ করেছেন তিনি। তাঁকে আনন্দী ধারাবাহিকে দেখা গিয়েছে। কাজ করেছেন বিবি পায়রা সহ একাধিক ছবিতে। এক সময় বিজেপিতেও যোগ দিয়েছিলেন অভিনেত্রী। তিনি তাঁর জীবনের এই নতুন অধ্যায় শুরু করায় তাঁর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।