২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনে আবারও বড় অঘটন ঘটে গেল। এবার স্কটল্যান্ডের কাছে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। সকলকে অবাক করলেও এটাই সত্যি। বড় ব্যবধানে নিকোলাস পুরানদের হারাল স্কটল্যান্ড। ৪২ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল স্কটল্যান্ড।
এদিনের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছিল স্কটল্যান্ড। জবাবে ১৮.৩ ওভারেই ১১৮ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
আরও পড়ুন… এটাই কি কোহলির শেষ T20 WC? বড় আপডেট দিলেন বিরাটের কোচ রাজকুমার শর্মা
টি-২০ বিশ্বকাপ শুরুর দিনেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা শিবির। নমিবিয়ার কাছে লজ্জার হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে শ্রীলঙ্কা। লঙ্কা ব্রিগেডকে ৫৫ রানে উড়িয়ে দিয়ে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিনই অঘটন ঘটাল ২২ গজে অখ্যাত নামিবিয়া টিম। নিঃসন্দেহে এশিয়া কাপ জয়ীদের কাছে এটা বিশাল বড় ধাক্কা ছিল। এবার চলতি বিশ্বকাপের দ্বিতীয় বড় অঘটন দেখল ক্রিকেট বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারাল স্কটল্যান্ড টিম।
আরও পড়ুন… ‘বিশ্বকাপ শুরুর আগে বাবরকে বলেছিলাম.’ রোহিতকে আউট করার টোটকা দিয়েছিলেন রমিজ রাজা!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।