বলিউডের অন্যতম সেরা ও অসাধারণ অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার অভিনীত সিনেমাগুলো বরাবরই সবার মন জয় করেছে। এবার বাবার মতোই উজ্জ্বল অভিনেতা হওয়ার পথে নওয়াজউদ্দিনের মেয়ে। নওয়াজউদ্দিন সিদ্দিকি তার মেয়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যেখানে তার ১৫ বছর বয়সী মেয়ে শোরা পারফর্ম করছে। এই ভিডিওতে এতটাই ভালো সাড়া পাচ্ছেন শোরা যে গর্বিত হবেন নওয়াজউদ্দিনও।
নওয়াজউদ্দিন সিদ্দিকী ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে শোরা অন্য একজন পারফর্মারের সাথে ইংরেজি ভাষায় একটি দৃশ্যে পারফর্ম করছেন। এই ভিডিয়োর পুরো ফোকাস শুধুই শোরার উপর। তার ডায়লগ ডেলিভারি ও এক্সপ্রেশন অসাধারণ। ভিডিয়োটি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘ক্যান আই কাম... প্রথম দৃশ্য’। ভক্তরা প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন এই ভিডিয় দেখে, প্রচুর প্রশংসা পাচ্ছেন নওয়াজের মেয়ে।
একজন লিখেছেন, 'শোরা যদি বলিউডে আসে, তাহলে সে দারুণ কাজ করবে।' আরেকজন লিখেছেন, ‘সে তার বাবার পদাঙ্ক অনুসরণ করছে এবং অবশ্যই তাকে গর্বিত করবে।’ একজন লিখেছেন, ‘আমি পরের রাধিকা আপ্তেকে শোরার মধ্যে দেখতে পাচ্ছি।’ পরিচালক রন কাহলোন, যিনি তাঁর কর্মশালায় শোরাকে পরিচালনা করেছেন, তিনিও মন্তব্য করেছেন যে ‘ঈশ্বর তার মঙ্গল করুন। ওর সঙ্গে কাজ করে মজা পেয়েছি। এমন প্রতিভা আমি কখনও দেখিনি’।
এর আগে নওয়াজউদ্দিন বলেছিলেন, 'আমার মেয়ে বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছে। তিনি নিজেই শিক্ষককে অনুরোধ করে ক্লাসে ভর্তি হয়েছিলেন। ও বলেছিল, আমাকে অভিনয় শিখতে হবে।’
নওয়াজউদ্দিনকে শেষ দেখা গিয়েছিল মে মাসে মুক্তি পাওয়া 'কোস্টাও' ছবিতে। 'সেকশন ১০', 'নুরানি চেহরা', 'সাঙ্গীন', 'রাত আকেলি হ্যায় ২'-সহ তাঁর চারটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।