২০০৬ সালে ডনের চরিত্রে শাহরুখ খানের সঙ্গে প্রথম দেখা হয় দর্শকদের। তাঁর অভিনয়, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সাথে রসায়ন এবং দুর্দান্ত গল্প ছবিটিকে ব্লকবাস্টার হিট করে তোলে। পাঁচ বছর পরে তিনি ডন টু নিয়ে ফিরে আসেন, আবারও হৃদয় জয় করেন সকলের এবং বক্স অফিস কাঁপান। তাই যখন ঘোষণা করা হয়েছিল যে শাহরুখ এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে ডনের ভূমিকায় অভিনয় করবেন না, তখন স্পষ্টতই অনেকের হৃদয় ভেঙে গিয়েছিল। জানা গিয়েছে ফারহান আখতারের 'ডন থ্রি' ছবিতে গল্পকে ডন হিসেবে এগিয়ে নিয়ে যাবেন রণবীর সিং। স্টার কাস্ট সম্পর্কে অনেক আপডেট ছিল, তবে বর্তমানে রণবীর স্টার কাস্টের একমাত্র নিশ্চিত সদস্য এবং বাকি দু'জন অভিনেতা করে দাঁড়িয়েছেন।
চলতি বছরের মার্চে শোনা গিয়েছিল, 'ডন থ্রি' ছবিতে রণবীর সিংয়ের মুখ্য অভিনেত্রী হতে চলা অভিনেত্রী কিয়ারা আডবানি অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় কৃতি শ্যাননকে এই চরিত্রতে নেওয়া হয়েছে বলেও আলোচনা শুরু হয়। সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার গুঞ্জনও রটে যায়। বলিউড হাঙ্গামার শেয়ার করা একটি প্রতিবেদনে এখন জানা গেছে যে অভিনেতা বিক্রান্ত মাসি, যিনি রণবীরের সাথে খলনায়ক হিসাবে লড়তে যাচ্ছিলেন এই ছবিতে, তিনিও ডন থ্রি থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু কেন? সূত্রের তরফে জানা গিয়েছে এই ভূমিকায় গভীরতার অভাব এবং রূপান্তরের প্রয়োজনীয়তার কারণে বিক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছেন।
তাহলে কে হবেন ডন থ্রি-র নতুন ভিলেন? গুঞ্জন অনুসারে, অভিনেতা আদিত্য রায় কাপুর এবং বিজয় দেবেরাকোন্ডা বর্তমানে এই চরিত্রের জন্য দৌড়ে রয়েছেন, শেষ পর্যন্ত কাকে এই চরিত্রে দেখা যাবে সেটা সময়ই বলবে। তবে এই রিপোর্ট শুধুমাত্র নির্মাতা বা অভিনেতারা নিজেরাই নিশ্চিত করতে পারেন। ততক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধরে আপডেটের জন্য অপেক্ষা করতে পারি। এদিকে, বিক্রান্ত তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি আঁখোঁ কি গুস্তাখিয়াঁ দিয়ে হৃদয় জয় করতে ব্যস্ত, এই ছবির হাত ধরে শানায়া কাপুরের বলিউড অভিষেক ঘটেছে। অন্যদিকে, রণবীর আদিত্য ধরের বহু প্রতীক্ষিত ছবি ধুরন্ধরের টিজারে তাঁর প্রথম লুক দিয়ে ভক্তদের অবাক করে দিয়েছেন।