বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে পাঁচ রানে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে। ম্যাচ শেষে জয়ের তৃপ্তি ধরা দিল অধিনায়ক হরমনপ্রীত গলাতে। ম্যাচ জিতে হরমনপ্রীত জানালেন, ‘স্মৃতি (মান্ধনা) রান করেছে। দল বড় রান করেছে। সবমিলিয়ে ভালো একটা ম্যাচ ছিল আমাদের জন্য।’
ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর (ছবি-এএফপি)
শুভব্রত মুখার্জি: চলতি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারত তাদের তৃতীয় জয় তুলে নিল। ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় দল। তার মধ্যে তিনটি ম্যাচেই জয় পেয়েছে হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় দল। একটি মাত্র ম্যাচে তারা হেরেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। সোমবারের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাদের জিততেই হত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে পাঁচ রানে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে। ম্যাচ শেষে জয়ের তৃপ্তি ধরা দিল অধিনায়ক হরমনপ্রীত গলাতে। ম্যাচ জিতে হরমনপ্রীত জানালেন, ‘স্মৃতি (মান্ধনা) রান করেছে। দল বড় রান করেছে। সবমিলিয়ে ভালো একটা ম্যাচ ছিল আমাদের জন্য।’
হরমনপ্রীত কউর ম্যাচ শেষে জানিয়েছেন, ‘আমাদের জন্য ম্যাচটা খুব ভালো একটা ম্যাচ ছিল। ম্যাচে স্মৃতি রান করেছে। আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যখন ও আমাদের হয়ে ভালো শুরু করে তখন আমরা একটা ভালো স্কোর করতে সক্ষম হই।’ তিন নম্বরে ব্যাট করতে নামা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি উপরে ব্যাট করতে চেয়েছিলাম। ২২ গজে সময় কাটাতে চেয়েছিলাম বেশি করে। কারণ এই টুর্নামেন্টে আমি এখন পর্যন্ত সেটা করে উঠতে পারিনি।’ সেমিফাইনালে যাওয়া প্রসঙ্গে হরমনের বক্তব্য, ‘এটা আমাদের কাছে বিরাট একটা প্রাপ্তি। আমরা কঠোর পরিশ্রম করছি। যখন সুযোগ পাচ্ছি তান ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছি আমরা। সেমিফাইনালে পৌঁছাতে পেরে খুব খুশি। আমরা নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দেব। আমরা সবসময় আমাদের ম্যাচ উপভোগ করে খেলি। এটা আমাদের কাছে মরণ বাচন একটা ম্যাচ। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’
এ দিনের ম্যাচে টস করতে নেমেই নজির গড়েন হরমনপ্রীত কউর। মহিলা আন্তর্জাতিক টি-২০তে প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ তম ম্যাচ খেলার নজির গড়েন তিনি। টসে জিতে এদিন ভারত প্রথমে ব্যাট করতে নামে। ভারতের হয়ে দুর্দান্ত শুরু করেন শেফালি ভার্মা এবং স্মৃতি মন্ধানা। ওপেনিং জুটিতে ওঠে ৬২ রান। মন্ধানা ৮৭ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দেন। মাত্র ৫৬ বলে ৯টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে এই ইনিংসটি সাজান তিনি। ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান করতে সমর্থ হয়। আয়ারল্যান্ডের ইনিংস বৃষ্টিতে বিঘ্নিত হয়। এরপর ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত তাদের বিরুদ্ধে পাঁচ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে। ৮.২ ওভারে আয়ারল্যান্ড ২ উইকেট হারিয়ে ৫৪ রান করতে সমর্থ হয়েছিল। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে জিতে সেমিফাইনালে ওঠে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।