এই মুহূর্তে বড় পর্দায় চলছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জিতু কমল অভিনীত ‘গৃহপ্রবেশ’। একেবারে অন্যধারার এই ছবিতে শুভশ্রী এবং জিতু কমলের অন্যরকম রসায়ন তুলে ধরা হয়েছে। তবে এবার আর পারিবারিক ছবি নয়, একেবারে ঐতিহাসিক ছবিতে মুখোমুখি অভিনয় করতে চলেছেন শুভশ্রী এবং জিতু।
শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ সিনেমার সাফল্যের পর এবার পরিচালক বড় পর্দায় আনতে চলেছেন ‘রায়বাঘিনী ভবশঙ্করী’। এই সিনেমাতেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী। ছবির পোস্টার আগেই মুক্তি পেয়েছে, এবার জানা গেল কে কে কোন চরিত্রে অভিনয় করবেন।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
‘দেবী চৌধুরানী’ ছবিতে পরিচালক যেমন শ্রাবন্তীর হাতে সমস্ত দায়ভার সপে দিয়েছিলেন, ঠিক তেমনি এবার শুভশ্রীর ওপর রয়েছে গোটা ছবির দায়ভার। ১৬ শতকের মুঘল আমলের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে যেভাবে লড়াই করেছিলেন ভবশঙ্করী, সেই ইতিহাসই এবার তুলে ধরা হয়েছে ছবির পর্দায়।
সূত্রের খবর অনুযায়ী, শুভশ্রী ছাড়া এই ছবিতে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়, যিনি অভিনয় করবেন রুদ্রনারায়ণ চরিত্রে। পাঠান শাসক ওসমান খান লোহানি চরিত্রে অভিনয় করবেন জিতু কমল, হরিদেব ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং শিবযানি চরিত্রের অভিনয় করবেন কৌশানী মুখোপাধ্যায়।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, দুর্লভ দত্ত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেনকে। কালাপাহাড় চরিত্রে অভিনয় করবেন প্রিয়াংশু চট্টোপাধ্যায় এবং আকবর চরিত্রে অভিনয় করবেন জিৎ। বোঝাই যাচ্ছে, একেবারে জোরদার তারকাদের দেখা যাবে এই ছবিতে।
তবে ছবির চরিত্ররা এখনও চূড়ান্ত না হলেও মোটামুটি এই তারকাদের নিয়েই ছবি তৈরীর পরিকল্পনা করে রেখেছেন পরিচালক। এই মুহূর্তে চলছে ছবির চিত্রনাট্য এডিট করার কাজ, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।