স্টার জলসার ‘বধুয়া’ ধারাবাহিকে অভিনয় করে প্রথম নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী অভিনয়। যদিও এই ধারাবাহিক তেমনভাবে মানুষের মন জয় করতে পারেনি, তবে জ্যোতির্ময়ীর অসাধারণ সারল্য খুব তাড়াতাড়ি নজর কেড়েছিল পরিচালকদের, ফলস্বরূপ ডাক এসেছে বড় পর্দা থেকে।
টেলি অভিনেত্রীদের একটি চিরকালীন স্বপ্ন হল বড়পর্দায় অভিনয় করা। কিন্তু যদি প্রথম সিনেমাই হয়, দেব এবং মিঠুন চক্রবর্তীর বিপরীতে তাহলে তো কথাই নেই। প্রথম ধারাবাহিকটি মাত্র ৬ মাসের মাথায় বন্ধ হয়ে যাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে গিয়েছিল অভিনেত্রীর, কিন্তু তারপর যা হলো তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি তিনি।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
চলতি বছরের গোড়ার দিকেই একেবারেই বড় পর্দা থেকে ডাক আসে অভিনেত্রীর কাছে। অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’ ছবিতে দেবের বিপরীতে নায়িকা হিসেবে বেছে নেওয়া হয় অভিনেত্রীকে। উপরি পাওনা, মিঠুন চক্রবর্তীর উপস্থিতি।
এই মুহূর্তে ‘প্রজাপতি ২’ গোটা টিম রয়েছে লন্ডনে। জোর কদমে চলছে শ্যুটিং। রয়েছেন জ্যোতির্ময়ীও। প্রথম ছবিতেই বিদেশ ভ্রমণ সত্যিই একটা স্বপ্নের মতোই বটে। কাজের ফাঁকে তাই টুক করে স্বপ্নের নায়কের সঙ্গে ছবি ক্লিক করলেন অভিনেত্রী।
দেবের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এই মুহূর্তের স্বপ্ন দেখেছিলাম। প্রজাপতি ২।’ ছবিতে দেবকে ট্যাগও করেন নায়িকা। জ্যোতির্ময়ী যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, দেব একটি হলুদ রঙের টি-শার্ট এবং জ্যাকেট পরে রয়েছেন, সঙ্গে নীল রঙের প্যান্ট এবং সাদা রঙের জুতো।
জ্যোতির্ময়ী পরে রয়েছেন একটি সাদা রঙের টপ এবং প্যান্ট, হালকা গোলাপি রঙের জ্যাকেট এবং সাদা রংয়ের স্লিং ব্যাগ। সব মিলিয়ে এই নতুন জুটিকে কিন্তু দেখতে লাগছে অসাধারণ। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই ছবিতে একা জ্যোতির্ময়ী নন, অভিনয় করছেন আরও একজন অভিনেত্রী।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?