নব্বইয়ের দশকে গানের জগতে আত্মপ্রকাশ। আধুনিক থেকে বাংলা ছবির গান জনপ্রিয় গানের জার্নি চোখে পড়ার মতো। পেয়েছেন জাতীয় পুরস্কার। রূপঙ্কর বাগচী এর গান জীবনের তিরিশ বছর উদযাপন করবে দ্যা ড্রিমার্স। ১৮ জুলাই, জি.ডি.বিড়লা সভাঘরে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬:৩০ টা থেকে। সহযোগিতায় সংস্কৃতি সাগর। নিবেদনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।
আরও পড়ুন - সাপে কামড়ালে ভুলেও দেবেন না বাঁধন, তার বদলে কী করা উচিত? জেনে নিন
রবীন্দ্র সংগীত, লোক সঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীত, ভারতীয় রাগ সঙ্গীতের অনুরাগী রূপঙ্কর। রবীন্দ্র সংগীতে কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান যেমন প্রিয়, অন্যদিকে রাহুল দেব বর্মন এর অনুরাগী তিনি। ফ্র্যাঙ্ক সিনাট্রা, হ্যারি বেলা ফন্টে, ন্যাট কিং কোল, বিটলসের, মাইকেল জ্যাকসনের ভক্ত। অনুপ্রেরণা পেয়েছেন বিশ্ব সঙ্গীতের বিশিষ্ট শিল্পীদের থেকে।
আরও পড়ুন - নুনের সোডিয়াম থেকে বাড়ছে নানা রোগ, স্বাস্থ্যকর নুন খাওয়াতে নয়া উদ্যোগ নিল ICMR
গান গাওয়া থেকে সুর করা, লেখা, গানকে সাজিয়ে তোলার ভূমিকাতেও রূপঙ্কর বাগচী সাবলীল। কৃষ্টি পটুয়া এর নাটকের দলে তিনি প্রাণ পুরুষ। নাটকে অভিনয়ের পাশাপাশি করেছেন আবহ নির্মাণ, করেছেন গান। ওটিটিতে অভিনয় থেকে বিজ্ঞাপনের গান এই তিরিশটা বছরের জার্নিতে এসেছে জাতীয় পুরস্কার, এসেছে অজস্র মনে রাখার মতো গান আর এসেছে ‘তিরিশটা বৃষ্টি’। এই দিনের অনুষ্ঠানে আলাপচারিতায় থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। রূপঙ্কর বাগচী জানালেন, ‘এই অনুষ্ঠানের পরিকল্পনা, পরিবেশনা হবে একদমই অন্যরকম। সচরাচর যে গান গাওয়া হয়ে ওঠেনা, এই অনুষ্ঠানের উপস্থাপনা ভিন্ন ভাবে ধরা দেবে শ্রোতাদের কাছে।’