এতদিন অভিনেতা হিসেবে মানুষের মন জয় করেছেন হৃতিক, এবার পালা পরিচালনার। ‘কৃষ ৪’ ছবির হাত ধরে পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতা। কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ এই পর্বে থাকবে আরও বেশ কয়েকটি চমক।
২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘কোই মিল গ্যায়া’। এই ছবিটি শুধু ছোটদের মধ্যে নয়, সমানভাবে জনপ্রিয় ছিল বড়দের মধ্যেও। জাদু নামের ভিনদেশের প্রাণীটির যেন প্রেমে পড়ে গিয়েছিল আপামর ভারতবর্ষ। ছবিতে অসাধারণ অভিনয় করে রাতারাতি মানুষের মন জয় করেছিলেন হৃতিক।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
দ্বিতীয় পর্বটি মুক্তি পায় ২০০৬ সালে অর্থাৎ প্রথম পর্ব মুক্তির মাত্র ৩ বছর পরেই। তৃতীয় পর্ব মুক্তি পায় ২০১৩ সালে, অর্থাৎ মাঝের ব্যবধানটা অনেকটাই বেশি ছিল। এবার মুক্তি পাওয়ার পালা চতুর্থ পর্বের। এই সিনেমায় প্রথম পরিচালনার দায়িত্বে ছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন, কিন্তু পরবর্তীকালে সেই দায়িত্ব তিনি দিয়ে দেন ছেলেকে।
ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটানোর সুবাদে এই ছবিটিকে নতুনভাবে সাজাতে চাইছেন অভিনেতা। জানা গিয়েছে, অতীত থেকে ভবিষ্যৎ দুটোই সমান তালে ছবির গল্পে থাকবে। নায়ক থেকে খলনায়ক, দুটি চরিত্রই নাকি দেখা যাবে হৃতিককে। শুধু তাই নয়, এই সিনেমায় তিনি নাকি ত্রয়ী ভূমিকায় অভিনয় করবেন।
'কৃষ ৪ ছবিতে পরিচালক হওয়ার পাশাপাশি হৃতিক থাকবেন ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকাতেও। অভিনেতার সঙ্গে সেই একই দায়িত্ব ভাগ করে নেবেন যশরাজ ফিল্ম স্টুডিও।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
এবার পালা সেই বড় চমকের। সূত্র মারফত জানা গিয়েছে, চতুর্থ পর্বে অভিনয় করতে পারেন প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়া এবং রেখা। অর্থাৎ প্রথম থেকে যারা এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন, তারাও নাকি থাকবেন এই চতুর্থ পর্বেও। থাকতে পারেন নোরা ফাতেহি এবং বিবেক ওবেরয়।