বলিউড তারকা শাহরুখ খানের জীবন এবং কেরিয়ার একটি নতুন বিজ্ঞাপনে উদযাপন করে হয়েছে, সেখানে এ আর রহমান, মেরি কম এবং জাসপ্রিত বুমরাহকেও দেখানো হয়েছে। বিজ্ঞাপনটিতে, যা নতুন এবং পুরানো ফুটেজ দিয়ে বানানো হয়েছে সেখানে অভিনেতাকে তাঁর চেনা রূপে দেখা গিয়েছে, ভক্তরা তাঁর কঠোর পরিশ্রম এবং উত্সর্গের প্রশংসা করেছেন।
নতুন বিজ্ঞাপনে শাহরুখ খান
জোম্যাটোর নতুন বিজ্ঞাপনে শাহরুখকে একটি ঝাড়বাতির নীচে সিংহাসনে বসে থাকতে দেখা গিয়েছে, আর সেই নতুন ফুটেজ দেখা যাচ্ছে তাঁর আসেপাশে রাখা থাকা টিভি সেটগুলিতে তাঁরই আইকনিক চলচ্চিত্রের দৃশ্যের ঝলক। শুটিংয়ের নেপথ্যের কিছু ফুটেজও বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞাপনের এক পর্যায়ে শাহরুখ লোহা পাম্প করে নিজের শরীর দেখান। অন্যটিতে তাঁকে তাঁর কিছু পুরানো চলচ্চিত্রের জন্য নিজের স্টান্ট করতে দেখা যায়, যার মধ্যে রয়েছে তাঁর মাথা দিয়ে কাচে ভেঙে ফেলার দৃশ্য।
শাহরুখের একটি পুরানো সাক্ষাত্কারের ক্লিপে তাঁকে বলতে দেখা যায়, ‘আপনার মধ্যে ইউনিক কিছু থাকার দরকার নেই। আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে সেটি নিজেই একটি ইউনিক বিষয়’। মন্নতের বাড়ির বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশে চুম্বন করার ফুটেজও এই বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘ক্ষুধা আপনাকে এই জায়গায় নিয়ে যেতে পারে’।
নতুন বিজ্ঞাপনে শাহরুখের স্টারডম উদযাপিত হতে দেখে ভক্তরা উচ্ছ্বসিত। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘শাহরুখ খান - কঠোর পরিশ্রম এবং সাফল্যের প্রতীক!’ আরেকজন লিখেছেন, 'বলিউডের জগতে বহিরাগত হিসেবে পা রেখেও আজ তিনি বিশ্বের সবচেয়ে বড় তারকা!' এক ভক্ত ভেবেছিলেন, ‘শাহরুখের কণ্ঠে যদি এটা থাকত, তাহলে আরও সুন্দর দেখাত।’ আরও অসংখ্য ভক্ত তাঁকে 'কিং' বলে সম্বোধন করেছেন এবং মন্তব্য করেছেন যে কীভাবে তিনি 'দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন এখানে পৌঁছানোর জন্য'।
শাহরুখের সাম্প্রতিক কাজ
শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে পাঠান, জওয়ান ও ডাঙ্কি ছবিতে। তিনি সলমন খানের টাইগার থ্রি চলচ্চিত্রে পাঠান হিসেবে ক্যামিও চরিত্রে ধরা দিয়েছিলেন। মেয়ে সুহানা খান, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মা ও অভিষেক বচ্চনকে নিয়ে সিদ্ধার্থ আনন্দের কিং-এ অভিনয় করবেন তিনি আগামীতে।