জয়ের জন্য মোটে এক রান বাকি ছিল। হাতে ছিল পাঁচ উইকেট। সেই অবস্থায় ম্যাচের শেষ ওভারে পাঁচ উইকেট পড়ে গেল। টাই হয়ে গেল ম্যাচ। আর এমনই উদ্ভট ঘটনা ঘটল ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের ম্যাচে। রিপোর্ট অনুযায়ী, চেশায়ার কাউন্টি ক্রিকেট লিগে মাইকেল হিবার্ট ক্রিকেট গ্রাউন্ডে মার্পেলের বিরুদ্ধে নেমেছিল ব্রামহল। ২০২ রান তাড়া করতে নেমে ৪৯ তম ওভারের শেষে মার্পেলের স্কোর ছিল পাঁচ উইকেটে ২০১ রান। সেখান থেকে শূন্য রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচটা টাই করে আসে মার্পেল।
পরপর ৪ বলে ৪ উইকেট প্যাটেলের
সেই ৫০ তম ওভারে বল করেন ব্রামহলের পেসার জোশ প্যাটেল। প্রথম বলে অ্যান্ড্রু ওয়াইল্ডকে বোল্ড করে দেন। পরের বলে জোয়েল গ্রেসেলিরও স্টাম্প নাড়িয়ে দেন প্যাটেল। তৃতীয় এডওয়ার্ড স্কেলটন এলবিডব্লু হয়ে ড্রেসিংরুমে ফিরে যান। হ্যাটট্রিক সম্পন্ন করে ফেলেন প্যাটেল। আর পরপর তিন বলে তিনটি উইকেট হারিয়ে স্নায়ুর চাপে পড়ে যায় মার্পেল। তাও সেখান থেকে মার্পেলের জয়ের সম্ভাবনাই বেশি ছিল।
আরও পড়ুন: বউকে ইন্টারভিউ দিতে পারবে ভেবেই বারবার ৫ উইকেট নিচ্ছো? বুমরাহকে ইয়র্কার সঞ্জনার
নাটকীয়ভাবে রান-আউট হয় একেবারে শেষে
কিন্তু চতুর্থ বলে মার্পেলের ১০ নম্বর ব্যাটার বেন বেইলিকে আউট করে দেন প্যাটেল। তারপর ব্যাট করতে আসেন মার্পেলের অধিনায়ক জেম হার্স্ট। দু'বলে তাঁকে এক রান করতে হয়। আর হাতে ছিল এক উইকেট। সেই অবস্থায় পঞ্চম বলটা অফসাইডের দিকে ঠেলে দিয়ে এক রানের জন্য দৌড়ান মার্পেলের অধিনায়ক।
নিশ্চিতভাবে হারা ম্যাচে একটা সুযোগ পেয়ে সেই এক রান আটকানোর জন্যে ফিল্ডিং সাজায় ব্রামহল। আর তাতেই ম্যাজিক হয়। মার্পেলের অধিনায়কের ঠেলে দেওয়া বলটা তুলে স্ট্রাইকার্স এন্ডে ছুড়ে দেন ব্রামহলের অ্যান্ড ট্যাটন। রান-আউট হয়ে যান গ্রেগ মার্সল্যান্ড। ফলে ৪৯ ওভারে পাঁচ উইকেটে ২০১ রান থেকে ৪৯.৫ ওভারে ২০১ রানে অল-আউট হয়ে যায় মার্পেল।
আরও পড়ুন: ইংল্যান্ডের ৩৮৭-র জবাবে ৩৮৭ রান করল ভারত! ইতিহাসে কতবার ‘টাই’ হল? জিতলেই রেকর্ড
কীভাবে এগিয়েছে ম্যাচ?
এমনিতে শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্রামহল। কিন্তু পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি। ৪৮.৫ ওভারেই ২০১ রানে অল-আউট হয়ে যায়। ১১৮ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক তথা ওপেনার ঋষি কান্না। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন উইকেটকিপার এড গ্রে। তৃতীয় সর্বোচ্চ অবদান ছিল অতিরিক্ত রানের। ২৫ রান আসে অতিরিক্ত হিসেবে। আর মার্পেলের হয়ে তিনটি করে উইকেট নেন মার্সল্যান্ড, হার্স্ট এবং জোয়েল।
আরও পড়ুন: ভয় পেয়ে সময় নষ্ট ইংরেজদের, গালাগালি গিলের, ‘চুরি’ করতে দিলেন বাংলাদেশি আম্পায়ার
সেই রানটা তাড়া করতে নেমে প্রাথমিকভাবে ধাক্কা খায় মার্পেল। ৪৭ রানে হারিয়ে ফেলে দু'উইকেট। তবে তৃতীয় উইকেটে মার্পেলের হয়ে ১১৯ রান যুক্ত করেন জেমস ক্রিসাল এবং উইল ডার্বি। ক্রিসাল ৫৪ রান করেন। ডার্বি করেন ৭৩ রান। তাঁদের সেই জুটির সুবাদে মনে হচ্ছিল যে সহজে জিতে যাবে মার্পেল। কিন্তু শেষ ওভারে চরম নাটকের সাক্ষী থাকে মাইকেল হিবার্ট ক্রিকেট গ্রাউন্ড।