Indian Railways new Service Update: মলমূত্রের গন্ধে ট্রেন ঘুম আসে না? নয়া পদক্ষেপের পথে রেল, বদলে যাবে ভ্রমণের অভিজ্ঞতা Updated: 14 Apr 2024, 03:35 PM IST Abhijit Chowdhury দূরপাল্লাপ ট্রেনের বাথরুমের দুর্গন্ধের জেরে যাত্রীদের সমস্যা হয়। তবে সেই সমস্যা এবার দূর করতে নয়া প্রযুক্তি এবং সমাধানসূত্রের খোঁজ চালাচ্ছে ভারতীয় রেল। এই এক সমস্যা মেটাতে পারলে রেলের যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবেন বলে আশা করা হচ্ছে।