দ্ধা শাশুড়িকে নির্মমভাবে মারধর করছে বউমা।এক নাগাড়ে হেনস্থা করা হচ্ছে বৃদ্ধাকে।সোশ্যাল মিডিয়ায় এমনই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।জানা গেছে, মৌখিক ঝগড়ার পর হঠাৎ এমন ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ অনুসারে, তিনজন মহিলা মারামারিতে জড়িত ছিলেন। যাঁদের মধ্যে একজন মোবাইল ফোনে পুরো ঘটনাটি ভিডিও করেন।
সূত্রের খবর, গত ১ জুলাই এই ঘটনাটি ঘটে।সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ১ মিনিট ২৮ সেকেন্ডের। সিসিটিভি রেকর্ডিং শুরু হয় আকাঙ্ক্ষা নামের ওই তরুণীর সঙ্গে তাঁর শাশুড়ির তর্ক-বিতর্কের মধ্য দিয়ে।ভিডিতে দেখা গেছে, আকাঙ্ক্ষা বাইরে থেকে দুটি ছোট ব্যাগ নিয়ে এসে ভেতরে ঢুকছে। আকাঙ্ক্ষার মা সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছেন। একটি ক্রস-বডি ব্যাগ এবং একটি মোবাইল ফোন নিয়ে লড়াইটি রেকর্ড করছেন। আকাঙ্ক্ষাকে তাঁর শাশুড়ির দিকে চিৎকার করতে দেখা যায়। ঝামেলা ফোনে রেকর্ড করা হচ্ছে দেখে তিনি উঠে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর বচসা নির্যাতনে পরিণত হয়।
আরও পড়ুন-অক্সফোর্ড থেকে পাশ করেও চাকরি নেই, ফুড ডেলিভারির কাজ করছেন যুবক!
আকাঙ্ক্ষা দু'জনের মাঝখানে এসে তার শাশুড়িকে থাপ্পড় মারেন। এরপর তিনি আক্রমণাত্মকভাবে শাশুড়িকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বারবার তাঁর মাথায় আঘাত করেন। আকাঙ্ক্ষার মা তাঁর মেয়েকে টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন।এরপর আকাঙ্ক্ষা লাথি মেরে শাশুড়িকে সিঁড়ি দিয়ে টেনে নামাতে শুরু করে। এরপরই দরজা খুলে আকাঙ্ক্ষা তাঁর শাশুড়িকে টেনে ঘরের ভেতরে নিয়ে যান। আর এই নির্মম অত্যাচারের ভিডিও সামনে আসতেই, এভাবে কেন ওই বৃদ্ধাকে মারধর করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বহু মানুষ। বহু মানুষ যেমন প্রশ্ন তোলেন, তেমনি ছি ছি রবও উঠে যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-অক্সফোর্ড থেকে পাশ করেও চাকরি নেই, ফুড ডেলিভারির কাজ করছেন যুবক!
অন্যদিকে তদন্তে জানা গিয়েছে, আকাঙ্ক্ষা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আড়াই বছর আগে অন্তরীক্ষের সঙ্গে তাঁর বিয়ে হয়। অন্তরীক্ষ নিজেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গুরুগ্রামের বাইরে কাজ করেন তিনি। এদিকে আকাঙ্ক্ষা বাড়ি থেকেই কাজ করেন। এই ঘটনায় ইতিমধ্যে গাজিয়াবাদের কবি নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।তবে ঘটনার কারণ এখনও অজানা। তবে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।