প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদান করা হল নামিবিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ দ্য মোস্ট অ্যানশিয়েন্ট ওয়েলউইটসচিয়া মিরাবিলিস’। বুধবার নামিবিয়ার রাষ্ট্রপতি ডঃ নেতুম্বো নন্দী-নদাইতওয়াহ প্রধানমন্ত্রী মোদীর সাথে আলোচনার পর তাকে এই সম্মান প্রদান করেন। এটি প্রধানমন্ত্রী মোদীকে বিদেশে দেওয়া ২৭তম পুরস্কার এবং এই সফরের চতুর্থ পুরস্কার। 'অর্ডার অফ দ্য মোস্ট অ্যানশিয়েন্ট ওয়েলউইটসচিয়া মিরাবিলিস' হল নামিবিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান।
আরও পড়ুন - অভয়ার পরিবারের আরজি কর ক্রাইম সিন দেখার আর্জি খারিজ! কী বলল কোর্ট?
কী বললেন নামিবিয়ার রাষ্ট্রপতি
পুরস্কার প্রদানের আগে ডঃ নেতুম্বো বলেন, "নামিবিয়ার সংবিধান কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে, আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে অর্ডার অফ দ্য মোস্ট অ্যানশিয়েন্ট ওয়েলউইটসচিয়া মিরাবিলিস প্রদান করার সম্মান পেয়েছি, যিনি নামিবিয়া এবং বিশ্বব্যাপী আর্থ-সামাজিক উন্নয়ন এবং শান্তি ও ন্যায়বিচারের প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।" সম্মানিত হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, "ওয়েলউইটসচিয়া মিরাবিলিসে সম্মানিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আমি রাষ্ট্রপতি, নামিবিয়ার সরকার এবং নামিবিয়ার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ১.৪ বিলিয়ন ভারতীয়ের পক্ষ থেকে বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি।"
আরও পড়ুন - ষাটোর্ধ্ব ঠাকুমাকে ধর্ষণ করে হত্যার হুমকি! গ্রেফতার ২৫ বছরের নাতি
কী কী চুক্তি হল দুই দেশের মধ্যে?
নামিবিয়া ও ভারতের মধ্যে মূলত ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার উপর চুক্তি সাক্ষরিত হয়। চলতি বছরের শেষে নামিবিয়াতে এনপিসিআইয়ের সহায়তায় ইউপিআই পেমেন্ট ব্যবস্থাও চালু হতে চলেছে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি প্রাথমিক ভাবে অন্য ভাষায় প্রকাশিত। স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে এটির বাংলা তরজমা করা হয়েছে। HT বাংলার তরফে চেষ্টা করা হয়েছে, বিষয়টির গুরুত্ব অনুযায়ী নির্ভুল ভাবে পরিবেশন করার। এর পরেও ভাষান্তরের ত্রুটি থাকলে, তা ক্ষমার্হ এবং পাঠকের মার্জনা প্রার্থনীয়।