হিমাচল প্রদেশের শিমলা জেলার রোহরুর বাসিন্দা ৬৫ বছর বয়সী বৃদ্ধা এবার ধর্ষণের অভিযোগ তুললেন তাঁর ২৫ বছর বয়সী নাতির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তিকে।
প্রসঙ্গত, স্বামীর মৃত্যুর পর থেকে একা থাকতেন ওই বৃদ্ধা। ভয়াবহ ঘটনাটি ঘটার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ৩ জুলাই বিকেলে তাঁর নাতি তাঁর বাড়ি এসে তাঁকে ধর্ষণ করে। ধর্ষণের পর ঘটনাটি কাউকে জানালে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।
ইতিমধ্যেই পুলিশের তরফে বিএনএস ধারা ৬৪(২) (ধর্ষণ), ৩৩২(বি) (ট্রেস পাসিং) এবং ৩৫১(৩) (ফৌজদারি ভীতি প্রদর্শন)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) প্রণব চৌহান জানান, মামলাটি সংবেদনশীল এবং পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি প্রাথমিক ভাবে অন্য ভাষায় প্রকাশিত। স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে এটির বাংলা তরজমা করা হয়েছে। HT বাংলার তরফে চেষ্টা করা হয়েছে, বিষয়টির গুরুত্ব অনুযায়ী নির্ভুল ভাবে পরিবেশন করার। এর পরেও ভাষান্তরের ত্রুটি থাকলে, তা ক্ষমার্হ এবং পাঠকের মার্জনা প্রার্থনীয়।