বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র আর গুরু সময়ে সময়ে গোচর করে শুভ রাজযোগের নির্মাণ করে থাকে। এমনই এক রাজযোগ ২২ জুলাই থেকে তৈরি হতে চলেছে। ২২ জুলাই ২০২৫ সালে রয়েছে গজকেশরী রাজযোগ। তা পড়ছে মঙ্গলবার। প্রসঙ্গত ২৩ জুলাই রয়েছে অমাবস্যা। আর তার আগে ২২ জুলাই ২০২৫ সালে রয়েছে গুরু বৃহস্পতি আর চন্দ্রের যুতি তৈরি করবে এই গজকেশরী যোগ। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি, দেখে নিন।
কন্যা
এই রাজযোগ আপনার রাশির কর্মভাবে তৈরি হতে চলেছে। এই সময় যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পেতে পারেন ভালো কোনও খবর। আপনার জনপ্রিয়তা এই সময় হু হু করে বেড়ে যাবে। মান সম্মান বৃদ্ধি পেতে পারে। শিক্ষাক্ষেত্রে পেতে পারেন সাফল্য। লেখালিখির সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা পেতে পারেন সাফল্য। অবিবাহিতদের বিয়ের যোগ আসতে পারে। মিডিয়ার সঙ্গে জড়িতরা পেতে পারেন লাভ।
মিথুন
এই রাজযোগ আপনার রাশির লগ্নভাবে তৈরি হতে চলেছে। কোথাও ধার্মিক বা মাঙ্গলিক যাত্রায় যেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো জায়গায় থাকবে। বৈদ্ধিক ক্ষমতা বা কার্যকুশলতা থেকে লাভ পাবেন। এই সময় কিনতে পারেন বাড়ি, গাড়ি। পারিবারিক সম্পর্ক আগের থেকে ভালো হবে। বিবাহিতদের বৈবাহিক জীবন আগের থেকে ভালো হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে থাকবে। জীবনসঙ্গীর উন্নতির রাস্তা প্রশস্ত হবে।
( Jaishankar in China: ‘জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে..’, বেজিংয়ে দাঁড়িয়ে চিনকে কোন বার্তা জয়শংকরের?)
সিংহ
গজকেশরী রাজযোগ আপনাদের জন্য লাভদায়ী হবে। এই রাজযোগ ধন আর বাণীর দিক থেকে আপনাকে সুবিধা দেবে। সৌন্দর্য, শিল্পকলা, বিলাসিতর ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা সাফল্য পাবেন। ব্যবসার প্রসার হতে পারে। কোথাও টাকা ধার দিয়ে থাকলে, পাবেন লাভ। হঠাৎ করে করে হাতে আসবে টাকা। বৃষ রাশির জাতক জাতিকারা নিজের কথার দ্বারা লাভ পেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)