পাতাললোক, পঞ্চায়েত, মির্জাপুর সহ একাধিক ওয়েব সিরিজের সুপরিচিত মুখ আসিফ খান। তবে সব থেকে বেশি জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন পঞ্চায়েত ওয়েব সিরিজে অভিনয় করে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত সিজন ৪’। পঞ্চায়েতের সাফল্যের আনন্দে যখন উৎফুল্ল সকলে, ঠিক তখনই খবর পাওয়া গেল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আসিফ।
দুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এই মুহূর্তে তিনি ভর্তি হয়েছেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। হাসপাতাল থেকেই ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের শারীরিক সুস্থতার কথা জানিয়ে একটি পোস্ট করেন তিনি।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
হাসপাতালের বেডে শুয়ে সিলিং-এর ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘গত ৩৬ ঘন্টায় যা দেখলাম, যা বুঝলাম জীবন ভীষণ ছোট। একদিনও নষ্ট করবেন না, দয়া করে। যে কোনও মুহূর্তে সবকিছু পাল্টে যেতে পারে। যা পেয়েছেন, যতদূর আসতে পেরেছেন জীবনে তার জন্য কৃতজ্ঞ থাকুন সবসময়। জীবনে কে গুরুত্বপূর্ণ তা বোঝার চেষ্টা করুন। যত্নশীল হন। জীবন একটা উপহার, তাকে পেয়ে আমরা ধন্য।’

জানা গিয়েছে, আগামী বেশ কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। এখন তিনি অনেকটাই সুস্থ। খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন অভিনেতা। এই কঠিন সময়ে যে বা যারা পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পঞ্চায়েত খ্যাত এই অভিনেতা।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
প্রসঙ্গত, ‘পঞ্চায়েত’ নামক ওয়েব সিরিজে গনেশ চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও ভীষণ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায় আসিফকে। গত বছর ১২ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকা জেবাকে বিয়ে করেন আসিফ। বিয়ের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা।