Vastu Tips: রোজগারের টাকা ধরে রাখতে পারছেন না? হু হু করে খরচ বন্ধ করবে এই বাস্তু টিপস Updated: 14 Jul 2025, 01:02 PM IST Sanket Dhar Vastu Tips For Savings: আপনি রোজগারের টাকা বাঁচানোর জন্য বাস্তু টিপস জানতে চেয়েছেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, আপনার বাড়ির কিছু বিন্যাস বা জিনিসপত্রের স্থান পরিবর্তন করে আপনি আর্থিক সমৃদ্ধি বাড়াতে পারেন এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে পারেন।