Updated: 22 Apr 2020, 09:41 PM IST
HT Bangla Correspondent
আলিগড়ে লকডাউন নিয়ে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ। রীতিমত রণক্ষেত্র হয়ে গেল উত্তরপ্রদেশের এই শহর। পুলিশ জানিয়েছে সবজিওয়ালারা লকডাউন মানছিলেন না। তাই তাদেরকে গিয়ে বলা হয় যে নিয়ম মেনে বিক্রিবাটা করে।
এতেই ক্ষিপ্ত হয়ে যায় স্থানীয়রা। আচমকা অনেক লোক এসে পাথরবৃষ্টি করতে শুরু করে। একজন পুলিশকর্মী গুরুতর আহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এর আগেও উত্তরপ্রদেশের মোরাদাবাদ সহ বেশ কিছু জায়গায় জনতার হাতে প্রহৃত হয়েছেন স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীরা।