সন্দীপ্তা সেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় একজন নায়িকা। মেগা দিয়ে হাতেখড়ি হলেও বর্তমানে সিরিজ থেকে সিনেমা সর্বত্রই তাঁর অবাধ বিচরণ। আর এবার খবর তিনি নাকি বলিউডে পা রাখতে চলেছেন।
আরও পড়ুন: ভিডিয়ো কলে মহিলার সঙ্গে যৌনতা! জনপ্রিয় নায়কের গোপন ভিডিয়ো ফাঁস
আজকাল ডট ইন-এর একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে স্টার প্লাসের নতুন মেগায় তাঁকে দেখা যাবে। মেগাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ। শোনা গিয়েছে এই ধারাবাহিকের গল্প হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর একটি জনপ্রিয় সিরিজ অদিতি রায়ের পরিচালিত গল্প 'নষ্টনীড়'-এর উপর ভিত্তি করে। এই সিরিজেরও দর্শকরা সন্দীপ্তাকেই দেখেছিলেন মুখ্য ভূমিকায়। তাঁর পাশাপাশি অভিনেত্রী উষসী রায়কেও দেখা গিয়েছিল। তাছাড়াও অভিনেত্রী রুকমা রায়ও ছিলেন। এছাড়াও সন্দীপ্তার বিপরীতে দেখা গিয়েছিল সৌম্য বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: চুপিচুপি বিয়ে সারলেন প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ? 'সমস্ত আচার-অনুষ্ঠান…', যা বললেন নায়িকা
এবার এই সিরিজের গল্পই হিন্দি ছোট পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন নায়িকা স্টার প্লাসের আসন্ন ধারাবাহিকের হাত ধরে। হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে সন্দীপ্তা সেন তো থাকছেনই, তাঁর সঙ্গে দেখা যাবে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অহম শর্মা ও বিশাল আদিত্য সিং-কে। শোনা গিয়েছে প্রথমে ১৫০ পর্বের গল্প দেখানো হবে। তবে দর্শকদের থেকে যদি ভালো সাড়া পায় এই মেগা, তবে তার আরও পর্ব বাড়তে পারে। ইতিমিধ্যেই নাকি চণ্ডীগড়ে মেগার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: সায়কের গায়ে হলুদের ছবি প্রকাশ্যে! পাত্রী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী, জানেন তিনি কে?
প্রসঙ্গত, বর্তমানে অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রী মুম্বইতে পাড়ি দিয়েছেন। এবার বিনোদন জগতের জনপ্রিয় মুখ অদ্রিজা রায় থেকে দেব চন্দ্রিমা সিংহ রায়, দর্শনা বণিকদের পদাঙ্ক এবার অনুসরণ করলেন সন্দীপ্তা সেন। কিছুদিন আগে আয়েন্দ্রী রায়ের মুম্বই পাড়ি দেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল।
স্টার জলসায় 'দুর্গা' ধারাবাহিকের হাত ধরে বিনোদন জগতে পা রাখেন সন্দীপ্তা। এই মেগায় তাঁর বিপরীতে ছিলেন মহানায়কের নাতি, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। এরপর 'টাপুর টুপুর', 'তুমি আসবে বলে', 'প্রতিদান'-এর মতো একাধিক ধারাবাহিকে নজরকাড়ার পর নানা সিরিজেও মুখ্য চরিত্রে দেখা যায় তাঁকে। এছাড়াও বহু ছবিতেও তিনি কাজ করেছেন। সম্প্রতি মুক্তি প্রাপ্ত সৃজিত মুখোপাধ্যায়ের 'কিলবিল সোসাইটি'তে গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে দেখেছেন দর্শকরা। তাছাড়াও তাঁকে 'ভূতপূর্ব' ছবিতে দেখা গিয়েছে। সামনেই তাঁর নতুন সিরিজ ‘বীরাঙ্গনা’ মুক্তি পেতে চলেছে।