তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এক অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। এই অভিযোগে ওই অধ্যাপককে প্রকাশ্যে মারধর করলেন বামপন্থী পড়ুয়ারা। শেষপর্যন্ত নিজের কাজের জন্য ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন অধ্যাপক। শনিবার কলকাতার কলেজ স্ট্রিটে এই ঘটনা ঘটে। ওই অধ্যাপকের নাম রাজদীপ মাইতি। তাঁকে ঘিরে ধরে বামপন্থী যুবকেরা বেদম মারধর করে বলে অভিযোগ। তবে ঘটনার সময় তৃণমূলের কোনও সমর্থক তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেনি।
আরও পড়ুন: আপনার মোবাইলের রিংটোন ভালো নয় স্যার, মন্তব্য শুনেই ছাত্রকে কিল-চড়-ঘুসি!
রাজদীপ মাইতির বিরুদ্ধে বামপন্থী পড়ুয়াদের অভিযোগ, তিনি সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, ঐশী ঘোষসহ একাধিক বাম নেত্রী ও সমর্থকদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্য ও ধর্ষণের হুমকি দিতেন। বামপন্থী সংগঠনের ছাত্রছাত্রীদের দাবি, রাজদীপ তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা (পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি)-র সদস্য। সেই সুযোগে শাসক দলের ছত্রছায়ায় এমন আচরণ করতেন। সেই অভিযোগে, কলেজ স্ট্রিটে রাজদীপ মাইতিকে ঘিরে ধরেন একদল যুবক। শুরু হয় পিছু ধাওয়া ও মারধর। এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, এক মহিলা তাঁর গালে সপাটে চড় মারছেন। সঙ্গে আরও কয়েকজন যুবক তাঁকে লাথি ও ঘুষি মারছে। অধ্যাপক ভয়ে কাঁপতে থাকেন এবং শেষপর্যন্ত ক্ষমা চান। বামপন্থী ছাত্রনেতারা জানান, তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হবে।
জানা গিয়েছে, রাজদীপ মাইতি কলকাতার সিটি কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গণিতের অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। এর আগেও তাঁর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য ও উত্তেজক পোস্টের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস এখনও কোনও বিবৃতি দেয়নি। তবে বামপন্থী সংগঠনগুলি বলেছে, নারীদের বিরুদ্ধে ঘৃণা ও হুমকির বিরুদ্ধে যেকোনও মূল্যে প্রতিবাদ করা হবে।