সোমবার দুপুরে শুরু হয়েছিল তল্লাশি, আর শেষ হল মঙ্গলবার সকালে। টানা প্রায় ১৯ ঘণ্টা ধরে আয়কর দফতরের তল্লাশি চলল তৃণমূল শিক্ষা সেলের নেতার বাড়িতে। কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল শিক্ষা সেলের নেতা জয়দেব আর্যের মাস্টারপাড়া এলাকার বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। তিনি তুফানগঞ্জ টাউন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে নেতার বিরুদ্ধে কী অভিযোগ, তা নিয়ে জোর জল্পনা শুরু এলাকাজুড়ে।
আরও পড়ুন: আয়কর অফিসে দক্ষযজ্ঞ, ডেপুটি কমিশনারকে মেরে মুখ ফাটালেন যুগ্ম কমিশনার!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়দেব আর্য সম্প্রতি তাঁর পুরনো বাড়িতে এসেছেন। কিছুদিন আগে তাঁর মায়ের মৃত্যু হয়। এরপর থেকেই তিনি ছিলেন ওই বাড়িতে। সোমবার আয়কর আধিকারিকেরা প্রথমে তাঁর দাদা জগদীশ আর্যের বাড়িতে পৌঁছন। সেখান থেকে জয়দেবকে সঙ্গে নিয়ে তাঁরা হাজির হন শিক্ষক নেতার মাস্টারপাড়া এলাকার বাড়িতে। তল্লাশির সময় ওই বাড়িতে বেশ কিছু নথি খতিয়ে দেখা হয় বলেই খবর। তবে অভিযানের শেষে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি আয়কর আধিকারিকেরা।
জয়দেব অবশ্য দাবি করছেন, তিনি কোনও অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত নন। তাঁর বক্তব্য, তাঁর মোবাইল ও ইমেল আইডি হ্যাক করা হয়েছিল। তাঁর নাম ব্যবহার করে কেউ টাকা লেনদেন করেছে। সেই কারণেই আয়কর দফতরের আধিকারিকেরা এসেছিলেন। হ্যাকারদের হদিসও পাওয়া গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কী কারণে এত দীর্ঘ সময় ধরে অভিযান চলল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কারণ নিয়ে যদিও আয়কর দফতরের তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে টানা ১৯ ঘণ্টার তল্লাশি সাধারণ কোনও ব্যাপার নয় বলেই মনে করছেন অনেকেই।