ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খান খুনে আরও ৩ তৃণমূলকর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত মোফাজ্জল মোল্লাকে জেরা করে অভিযুক্তদের খোঁজ পাওয়া গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে।
রেজ্জাক খান খুনের তদন্তে রবিবার রাতে জাহান আলি মোল্লা ওরফে কাঙাল, রাজু মোল্লা ওরফে আজাহারউদ্দিন মোল্লা নামে ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, এরদের মধ্যে রাজু মোল্লা গুলি চালিয়েছে। জাহান আলি মোল্লা রাজ্জাকের গতিবিধি নিয়ে রাজু ও তার সঙ্গে থাকা দুষ্কৃতীদের খবর দিচ্ছিল। আজাহারউদ্দিন মোল্লা ছিল রাজু মোল্লার সঙ্গে। গত লোকসভা ভোটের পরে ISF থেকে তৃণমূলে যোগদার করেছিল আজাহার। ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লার দাবি, তৃণমূলে যোগদান করালেও আজাহারের সঙ্গে দূরত্ব বজায় রাখছিল দল।
বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় আততায়ীর গুলিতে খুন হন চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি রেজ্জাক খান। ঘটনার পর ISFকে দায়ী করেন শওকত মোল্লা। ওই ঘটনার ৩ দিন পর এই খুনের মূল চক্রী হিসাবে তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে উঠে আসে, স্থানীয় বিজয়গঞ্জ বাজার দখল করা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এই খুন।