২০২৬এর ভোটের পর বিজেপি ক্ষমতায় এলে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের গণধোলাইয়ের হাত থেকে বাঁচানোর দায়িত্ব রাজ্যপালের। শনিবার এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, নতুন সরকার গঠনের পর কাজ শুরু করতে কয়েকদিন সময় লাগে। পুলিশ আধিকারিকদের যে অংশ এখন প্রমাণ লোপাট করছেন, সেই সময় তাদের জীবন ও শরীরের সুরক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্যপালকে।
শমীকবাবু বলেন, ‘স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। আর রাজ্যপাল যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে এখানে থাকবেন, তাঁর এটা বিশেষভাবে দেখা দরকার যে নির্বাচনের ফল বেরনোর পর যাতে এই তৃণমূল কংগ্রেসের যারা ওই চিহ্নিত বোমাবাজ আছেন, বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন, যারা প্রমাণ লোপাটের কাজ করছেন, সিভিক ভল্যান্টিয়ারদের যে অংশ আছেন, তাদের জীবন ও তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্বও কিন্তু তখন রাজ্যপালের।’
তিনি জানান, ‘নতুন সরকার এলে তার তো কাজ শুরু করতে একটা সময় লাগে। সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না। তার তো ১৫ – ২০ দিন সময় লাগবে। তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয়, তার মধ্যে কোনও গণধোলাইয়ের ঘটনা যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের।’