Vladimir Putin: রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ফের শপথ নিলেন পুতিন, অনুষ্ঠানে নেই আমেরিকা
1 মিনিটে পড়ুন Updated: 07 May 2024, 04:58 PM ISTযুক্তরাষ্ট্র ও অন্যান্য পাশ্চাত্য়ের দেশগুলি মঙ্গলবারের অভিষেক অনুষ্ঠান থেকে দূরে ছিল।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য পাশ্চাত্য়ের দেশগুলি মঙ্গলবারের অভিষেক অনুষ্ঠান থেকে দূরে ছিল।
নতুন করে ৬ বছরের জন্য শপথ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বয়কট করা ক্রেমলিনের এক অনুষ্ঠানে মঙ্গলবার নতুন করে ছয় বছরের জন্য শপথ নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
১৯৯৯ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা পুতিন ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর দুই বছরেরও বেশি সময় পর তার নতুন যাত্রা শুরু করেছেন, যেখানে রুশ বাহিনী ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে এবং পূর্বাঞ্চলে আরও অগ্রসর হওয়ার চেষ্টা করছে। খবর রয়টার্স সূত্রে।
৭১ বছর বয়সী পুতিন ঘরোয়া রাজনীতিতে আধিপত্য বিস্তার করছেন। আন্তর্জাতিক মঞ্চে তিনি পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন, যাদের তরফে অভিযোগ, তিনি রাশিয়াকে পরাজিত ও টুকরো টুকরো করার জন্য ইউক্রেনকে একটি বাহন হিসেবে ব্যবহার করছেন।
পুতিনের ঘনিষ্ঠ সহযোগী সের্গেই চেমেজভ অনুষ্ঠানের আগে রয়টার্সকে বলেন, 'রাশিয়ার জন্য, এটাই আমাদের পথের ধারাবাহিকতা, এটাই স্থিতিশীলতা- আপনি রাস্তায় যে কোনো নাগরিককে জিজ্ঞাসা করতে পারেন।
'প্রেসিডেন্ট পুতিন পুনর্নির্বাচিত হয়েছেন এবং তার পথ অব্যাহত রাখবেন, যদিও পাশ্চাত্য় সম্ভবত এটি পছন্দ করে না। কিন্তু তারা বুঝতে পারবে যে, পুতিন নতুন নীতি নিয়ে আসা নতুন ব্যক্তি নয়, বরং রাশিয়ার জন্য স্থিতিশীলতা।