শুক্রবার প্রকাশ হতে পারে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট। গত ১২ জুন আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান উড়ানের ৩২ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে একটি মেডিক্যাল কলেজের হস্টেলের ওপর। প্রাণ হারান বিমানে থাকা ২৪১ জন যাত্রী-ক্রু সহ অন্তত ২৭০ জন। সেই দুর্ঘটনা কী করে ঘটল তা খতিয়ে দেখতে এতদিন ধরে তদন্ত চলেছে। (আরও পড়ুন: ভারতের প্রথম স্টোর লঞ্চ করছে টেসলা, কবে কোথায় খুলবে দোকান? গাড়ির দাম হবে কত?)
আরও পড়ুন: চলতি বছরই কি প্রধানমন্ত্রী পদ থেকে সরবেন মোদী? ইঙ্গিতবহ মন্তব্য RSS প্রধানের
রয়টার্সকে তিনটি সূত্র জানিয়েছে, তদন্তকারী দল শুক্রবার অর্থাৎ ১১ জুলাই প্রাথমিক রিপোর্ট প্রকাশ করতে পারে। যদিও সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি এবং রিপোর্টের মধ্যে কতখানি তথ্য থাকবে, তা এখনও স্পষ্ট নয়।এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এই সপ্তাহেই সংসদীয় কমিটিকে জানায়, তারা কয়েক দিনের মধ্যেই রিপোর্ট প্রকাশ করবে।আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলিকে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিতে হয়। ভারত সেই সদস্য রাষ্ট্রগুলির অন্তর্ভুক্ত হলেও, রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে কিছুটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে।একটি বিশেষ সূত্র মারফত বলা হয়েছে, তদন্তে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বিমানের ইঞ্জিন ফুয়েল কন্ট্রোল সুইচের গতিবিধির উপর। এই সুইচগুলি প্লেনের দুটি ইঞ্জিনে জ্বালানি সরবরাহ ও নিয়ন্ত্রণে সাহায্য করে।তবে এখনও পর্যন্ত তদন্তে কোনও যান্ত্রিক ত্রুটির তাৎক্ষণিক প্রমাণ পাওয়া যায়নি। ফুয়েল সুইচ নিয়ে ঠিক কী ধরণের পদক্ষেপ বা সমস্যা খতিয়ে দেখা হচ্ছে, সেটাও এখনও স্পষ্ট নয়। (আরও পড়ুন: আরও এক বন্ধুরাষ্ট্রের ওপর ৩৫% শুল্ক বোঝা চাপানোর ঘোষণা ট্রাম্পের)
আরও পড়ুন-'দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক!' প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ করে তোপের মুখে মুখ্যমন্ত্রী
গত ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ১৭১ বিমানটি টেক অফের ৩২ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানের কেবিন ক্রু, পাইলট-সহ ২৭০ জনের মৃত্যু হয়। বেঁচে যান কেবল একজন যাত্রী। বিমানটি যেখানে ভেঙে পড়েছে এবং বিস্ফোরণ ঘটেছে, সেখানেও অনেকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করেন আহমেদাবাদের হাসপাতাল কর্তৃপক্ষ। সেই নমুনা মিলিয়ে দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণিরও।এই ঘটনা গত তিন দশকে ভারতের এবং এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অসামরিক বিমান দুর্ঘটনা।
আরও পড়ুন: ভারতে 'ছুটি' কাটিয়ে কবে বাড়ি ফিরবে ব্রিটিশ F35B যুদ্ধবিমান? সামনে এল নয়া তথ্য
কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানটি? দুর্ঘটনার পর থেকেই এই প্রশ্নই উঠছে নানা মহলে। ১৩ জুন দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বিমানের প্রথম ব্ল্যাক বক্সটি। উড়ানের বিষয়ে যাবতীয় তথ্য থাকে এই ব্ল্যাক বক্সে। ককপিটে পাইলটের কথোপকথনও ধরা থাকে। ১৬ জুন দ্বিতীয় ব্ল্যাক বক্সটিও উদ্ধার হয়। সেগুলি পরীক্ষা নিরীক্ষা করছে এএআইবি।