ভারতে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের এক মাস পর এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইসন বলেছেন যে বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে কোনও রক্ষণাবেক্ষণ সমস্যা পাওয়া যায়নি। তাই এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায় না। কোনও সুপারিশও করা হয়নি এবং সকলকে অকাল সিদ্ধান্তে পৌঁছানো এড়াতে অনুরোধ করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পরে একটি অংশের তরফে যে এয়ার ইন্ডিয়ার পাইলটদের দোষারোপ করা হচ্ছিল, সেটার ক্ষেত্রেও ঢাল হয়ে দাঁড়ালেন টাটার মালিকাধীন সংস্থার সিইও।
এয়ার ইন্ডিয়ার কর্মীদের উদ্দেশ্যে লেখা একটি মেইলে সংস্থার সিইও বিমান দুর্ঘটনাটিকে 'এমন একটি সময়' হিসেবে সংজ্ঞায়িত করেছেন যেখানে যাত্রী, বন্ধুবান্ধব, সহকর্মী এবং বৃহত্তর সম্প্রদায়ের যারা চলে গিয়েছেন বা আহত হয়েছেন তাদের কথা না ভেবে একটি মুহূর্তও কাটেনি। তিনি বলেন, 'প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা এবং বিশ্ববাসী ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে শুরু করেছি। আশ্চর্যজনকভাবে, এটি আরও স্পষ্টতা প্রদান করেছে এবং অতিরিক্ত প্রশ্নের সূচনা করেছে।'
সিইও'র আরও সংযোজন, 'প্রাথমিক তদন্ত রিপোর্ট মিডিয়ায় নতুন করে জল্পনা-কল্পনার সূত্রপাত করেছে। এই ধরনের ব্যাখ্যার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে, আমি পরামর্শ দিচ্ছি যে রিপোর্টে লেখা একটি বিষয় খেয়াল করে দেখুন। সেটি হল প্রাথমিক প্রতিবেদনে বিমান বা ইঞ্জিনে কোনও যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের সমস্যা পাওয়া যায়নি। সমস্ত বাধ্যতামূলক রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হয়েছিল। জ্বালানির গুণমান নিয়ে কোনও সমস্যা ছিল না এবং টেক-অফ রোলে কোনও অস্বাভাবিকতা ছিল না। পাইলটরা তাঁদের বাধ্যতামূলক প্রাক-উড়ান শ্বাস-প্রশ্বাস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং তাঁদের চিকিৎসার অবস্থা সম্পর্কে কোনও পর্যবেক্ষণ পাওয়া যায়নি।'
আরও পড়ুন-মাথাম দাম ছিল ৫০ হাজার! যোগীরাজ্যে এনকাউন্টারে খতম মুখতার গ্যাংয়ের শার্প শুটার
ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতার কারণে দুর্ঘটনার কয়েকদিনের মধ্যেই এয়ার ইন্ডিয়ার প্রতিটি বোয়িং ৭৮৭ বিমান পরীক্ষা করা হয় এবং সবগুলিই পরিষেবার জন্য উপযুক্ত বলে প্রমাণিত হয়। তিনি বলেন, 'আমরা প্রয়োজনীয় সকল পরীক্ষা চালিয়ে যাচ্ছি, কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী নতুন বিমানও পরীক্ষা করা হবে। তাই আমি সকলকে সময়ের আগেই সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধ করছি, কারণ তদন্ত এখনও শেষ হয়নি। একটি পুঙ্খানুপুঙ্খ এবং ব্যাপক তদন্ত পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করার জন্য আমরা তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব।'
আরও পড়ুন-মাথাম দাম ছিল ৫০ হাজার! যোগীরাজ্যে এনকাউন্টারে খতম মুখতার গ্যাংয়ের শার্প শুটার
তিনি আরও বলেন, 'চূড়ান্ত প্রতিবেদন বা কারণ উপস্থাপন না হওয়া পর্যন্ত নিঃসন্দেহে নতুন জল্পনা ও আরও চাঞ্চল্যকর খবর শিরোনামে থাকবে। তবুও আমাদের কাজের উপর মনোনিবেশ করতে হবে। গত তিন বছরে এয়ার ইন্ডিয়ার রূপান্তর যাত্রায় যে মূল্যবোধগুলি শক্তি যুগিয়েছে সেই সততা, শ্রেষ্ঠত্ব, গ্রাহক ফোকাস, উদ্ভাবন এবং দলবদ্ধতা তার প্রতি ভরসা রাখতে হবে। আমরা যেন আমাদের শীর্ষ অগ্রাধিকারগুলি থেকে বিচ্যুত না হই। শোকাহত এবং আহতদের পাশে দাঁড়ানো, একটি দল হিসেবে একসঙ্গে কাজ করা এবং বিশ্বজুড়ে আমাদের গ্রাহকদের একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিমান ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করাই আমাদের এখন একমাত্র কাজ।'